নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
নানান কাজে ব্যস্ত থাকি নেইকো ফেলার দম
কাজ ফেলে খোশ গল্প করার সময় অতি কম !
সরকারী অফিস মানেই হল হাজার কাজের চাপ
টাকা দিলেই সব হবে ভাই বলে দিলাম ছাপ !
জলদি বলুন কাজটা আপনার করব নাকি ভাই
টাকা ছাড়া সম্ভব না তবু কথা বাড়ান চাই !
বাইরে দেখেন দাঁড়িয়ে আছে আরও কত মশাই
সময় কেন নষ্ট করেন ? আসুন তবে তাই ।
বাইরে গিয়ে ভাবল হাবু, এ কেমন আকাল !
ছমাস ধরে ঘুরছি তবু বলে আজ নয়তো কাল ।
হাজার বিশেক লাগবে টাকা ফাইল খানা নাড়তে
না জানি আরও কত লাগে ফাইলটাকে ছাড়তে !
উপর তলার কেরানি সাহেব নাপিত পাড়ার অর্ক
চোদ্দ লাখে চাকরি পেয়ে যেন পেয়েছে সে স্বর্গ !
উপরি দিয়েই তাহার নাকি চলে সকল অর্ঘ্য
সাধ্য কি আছে হাবুর করে তাহার সাথে তর্ক ?
ঠ্যাকায় পড়লে কাজে লাগে ভাঙ্গা কুলা ভাই
এসব ভেবে হাবু মিয়াঁ উপরে উঠলো তাই !
দরজাতে নাড়তে কড়া পিয়ন সাবে কহেন
স্যার এখন ব্যস্ত ভীষণ বাইরে গিয়ে বহেন ।
বসে বসে সময় গড়ায় দুপুর কেটে যায়
হাবু মিয়াঁর পেট কুঁকড়ে ওঠে ক্ষুধার জ্বালায় ।
এমন সময় কেরানি মশাই বাহির পানে ধায়
হাবু মিয়াঁকে দেখে হঠাৎ ভ্রু যুগল কোঁচকায় ।
চাচা মিয়া বলুন এবার কি সমস্যা তবে !
বিস্তারিত শুনে বলেন সব সমাধান হবে ।
কথা শুনে হাবু মিয়ার চোখের কোনে হাসি
খরচা নিয়ে আসতে বলে কেরানি বলেন আশি ।
খরচা মানে হাবু মিয়াঁর ভালই আছে জানা
খরচা মানে পকেটে প্যাকেটে ঘুষের লেনাদেনা ।
ঘুষ যারা খায় তাদের কাছে আত্মীয়তা নাই
তাদের কাছে ঘুষই আসল, সবাই এরা কশাই !
কষ্ট মনে নামতে গিয়ে উঠলো হাবু ঘেমে
নামতে গিয়েই দমখানা তার গেল হঠাৎ থেমে !
হায়রে মানুষ, হায়রে জাতি, হায় অভাগা দেশ !
নাড়ি টিপে ডাক্তারে কয়, অনেক আগেই শেষ !
ঘুষ ছাড়া যে সোনার দেশে হয়না কোন কাজ
সবাই জানে এসব কথা শুধু বলতে লাগে লাজ !
বয়স দোষে মরেছে হাবু কেউবা বলে স্ট্রোক
আসল কথা না জানিল দেশের কোন লোক !
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১০ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট ।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৩
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: চরম হয়েছে।