নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৫


''আকাশ মেঘে তড়িৎ কেন
গর্জে ওঠে গুরু ?
বলতে পার বৃত্ত কেন
বিন্দু দিয়ে শুরু !

কেন দিনের বেলায় রৌদ্র ওঠে
রাত্রি বেলায় চাঁদ !
কাননে কেন কুসুম ফোটে
কালো কেন রাত ?

কেন লক্ষ কোটি তারা জ্বলে
দূর আকাশের বুকে !
ময়ূর কেন পেখম তোলে
কোন বিরহীর শোকে !

প্রেমের লাগি কেন যে মন
ডুকরে কেঁদে মরে !
পাহাড় বুকে ঝরনা অমন
আছড়ে কেন পড়ে ?

মানুষ এত ভিন্ন কেন
ভিন্ন কেন সুখ ?
বৃষ্টির এত কান্না কেন
কিসের এত দুখ !

রাতের বেলা আলোক জ্বেলে
জোনাক কেন চলে ?
মনের ভাবনা পাখনা মেনে
কেন কথা বলে !

কেন মনে প্রশ্ন এত
এত কেন চিন্তা ?
মনের আছে হাজার ক্ষত
যাচ্ছে তবু দিনটা !''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ সুন্দর প্রশ্নমালা.......ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৭

রুদ্র আতিক বলেছেন: ভালবাসা অবিরাম ! অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৮

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ভাবনার ছন্দোবদ্ধ প্রকাশ ভাল লাগলো । ভাল থাকুন, লিখতে থাকুন।

৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৭

মুক্তা নীল বলেছেন: ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর প্রশ্নমালা +++

০২ রা মে, ২০১৯ সকাল ৮:৪১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫

হারাধণ০২ বলেছেন: বহু দিন সিরাজগনজের দই খাই না।
সুন্দর কবিতা, সিরাজগঞ্জের দইয়ের মতো উপাদেয়।

০২ রা মে, ২০১৯ সকাল ৮:৪৩

রুদ্র আতিক বলেছেন: শুধু দই না ঘোলও খাওয়াবো ! নিমন্ত্রণ রইল ! অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.