নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

কাব্য রহস্য

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:০২


''সহজ জিনিস সহজ করে হয়নি পাওয়া কভু
সহজ সরল পাওনা গুলো সহজে দেননি প্রভু
তবু আমি ধৈর্য ধরে স্বপ্ন এঁকে যাই
এর চেয়ে যেন সহজেই বড় কিছু পাই !

প্রভু আমার রসিক ভারী যেন রহস্যতে ঘেরা
মনে আমার ভাবিয়ে তোলেন তূর থেকে হেরা,
কখন যেন ভুলিয়ে দেন না পাওয়ারই জ্বালা
মনে নতুন আশা জাগান সামনে জয়ের মালা ।

এমনিভাবে দিন কেটে যায় অধরা থাকে স্বপ্ন
পাওয়া না পাওয়ার দোলাচলে আমি থাকি মগ্ন,
স্বপ্ন দিয়ে জাল বুনে যাই আঁকি আলোর সবিতা
কথার মালা সাজিয়ে একা লিখি সাধের কবিতা ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৭ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২০

মাহমুদুর রহমান বলেছেন: ধৈর্য একটি কাঁটা যুক্ত বৃক্ষের ন্যায় কিন্তু এর ফল অনেক মজাদার।

২৩ শে মে, ২০১৯ সকাল ৮:১২

রুদ্র আতিক বলেছেন: হুম, হাদিসে এমনই বলা আছে যে, "ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি মিষ্টি !" যাই হোক কথা একই । ধন্যবাদ

২| ২২ শে মে, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৩ শে মে, ২০১৯ সকাল ৮:১২

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন !

৩| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪৪

মেঘ প্রিয় বালক বলেছেন: বেশ চমৎভাবে ফুটিয়ে তুলেছেন।

২৫ শে মে, ২০১৯ সকাল ৯:১৭

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.