নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''ন্যায্য মূল্য পায় না কৃষক, আগের মতো আর
সোনার ধানে তাই আগুন দিল, চাষি মালেক শিকদার !
সোনার দেশে ধানও ফলে, ফলে বছর বছর ধনী
তবু শ্রমিক মরে অভাবেতে, থাকে হাজার মানুষ ঋণী ।
শিয়ালের কাছে মুরগী দিতে, হচ্ছে লোকে বাধ্য
কে দাঁড়াবে বন্দুক মুখে, কার বা আছে সাধ্য !
ধান ভানতে শিবের গীত আর গায় না চাষার বৌ
মধু মাসেও দেয় না মধু, রসিক মাছি মৌ !
অর্থনীতির নাইরে নীতি, নেতার নাই চরিত্র
সাধু সেজেই হয়রে যাওয়া সোনার দেশে পবিত্র !
খেত এখন খাচ্ছে বেড়ায়, খাচ্ছে চেলা-চামচা
সরকারী লোক ঘুষের হিসেবে ভরেন রোজ-নামচা ।
বিশ্ব বাজারে কমলে দাম তাও আজব দেশে বাড়ে
না জানি কোন ভূত চেপেছে অর্থনীতির ঘাড়ে ।
কথায় কথায় বিদেশ টানি কণ্ঠে বিদেশ ভাষা
বিদেশী পণ্য ছাড়া মোটে মেটে না মনের আশা ।
বিদ্যা-বুদ্ধি এসবের নাই চার পয়সারই দাম
মামা খালু আর পয়সা হলেই সহজলভ্য সুনাম।
পণ্যের দাম ঊর্ধ্বমুখী যেন বৈশাখ মাসের ইলিশ
জাতি এখন ব্যস্ত ভীষণ নিয়ে রূপপুরেরই বালিশ !
এখন বাঁশের চেয়ে কুঞ্চি বড়, আকাঠাতে সার
অসংগতি সদা বেড়েই চলে, নিত্য বারংবার !
উচিৎ কথা বললে পরে হব দেশদ্রোহী পাত্র
ঘরের খেয়ে এসব বলার দরকার নেই মাত্র ।''
কবিঃ রুদ্র আতিক
০৯ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ ।
২৭ শে মে, ২০১৯ সকাল ৮:৪২
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, কমরেড ! ধন্যবাদ
২| ২৫ শে মে, ২০১৯ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
বিশৃংখল বাংলার ভাবনাহীন বিপ্লবী কন্ঠ?
২৭ শে মে, ২০১৯ সকাল ৮:৪২
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ! অনুপ্রাণিত হলাম
৩| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৭ শে মে, ২০১৯ সকাল ৮:৪৪
রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্য ! অনুপ্রাণিত হলাম
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৯ সকাল ১০:০১
এ.এস বাশার বলেছেন: সময় উপযোগি পোস্ট.....
প্রতিবাদ গড়ে উঠুক ঘরে ঘরে.....
কবিতায় এ+