নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

স্বার্থ নয় শান্তি

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১০


''অশান্তি নয়, দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয় !
আমরা চাই শান্তির খোলা বাতাস,
বিশ্ব বিবেক আর মানবতার দুর্দিন আর নয়
স্বার্থ নয় চাই শান্তির সুনীল আকাশ !

অত্যাচারী শাসক-শোষক, হিংস্র মানবিকতা
যখন লুটে নিয়েছে মানুষের অধিকার
শান্তির নামে যারা ঘোষিয়াছে যুদ্ধের বারতা
বিশ্বময় কবে তারা হবে ছারখার ?

মিয়ানমারে মানবিকতার বিপর্যায়
ইয়েমেনীদের উপর অতাচারের স্ট্রিম রোলার,
দেশে দেশে কত সংখ্যালঘু অসহায়
এসব দেখে কারো কি কিছুই নেই বলার ?

দুর্ভিক্ষের ছবি এঁকেছিল শিল্পাচার্য জয়নুল
তাই দেখে মন কেঁদেছিল নিশ্চয় !
চেয়ে দেখ ইয়েমেনে আজ দুর্ভিক্ষের শূল
তা দেখে বল কাঁদে নাকি মানব হৃদয় ?

শুধু গাছের পাতা আর ঘাস খেয়ে বেঁচে থাকা
বল সে কি দুঃসহ নয় !
অনাহার ক্লিষ্ট, হাড্ডি-কঙ্কালসার দেহ রোগে ঢাকা
ইয়েমেনীদের বাঁচিতে তাই আজ মহা ভয় হয় ।

মানবতার কথা বলি, ধর্মের ধ্বজা ধরি বিশ্ব নেতা
শান্তির কথা বলি যুদ্ধ বাড়ান
আসলে তো লুটেরা বিশ্বে ছড়ায় সন্ত্রাস বারতা
স্বার্থের লাগি বধে মানব পরাণ !

এই সব শেষ হোক, মিটে যাক স্বার্থের দ্বন্দ্ব
যুদ্ধ নয়, স্বার্থ নয়, চাই শুধু শান্তি
বিশ্বময় হানাহানি, কাটাকাটি হয়ে যাক বন্ধ
আর কোন দ্বন্দ্ব নয়, চাই অবারিত শান্তি !''

কবিঃ রুদ্র আতিক
১৩ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:৩৩

shamny khan বলেছেন: চমৎকার লিখেছেন।চারিদিকে অশান্তির মেলা ছড়িয়ে আছে এর মাঝে, শান্তির সুনীল আকাশ কি তবে পাব আমরা কখনো??!!!

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:১০

রুদ্র আতিক বলেছেন: চমৎকৃত হলাম । তবে আদৌ শান্তির সুনীল আকাশ কখনো পাব কিনা, জানিনা ! ধন্যবাদ

২| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত হয়েছে কবিতা।

দুটা ছবি যিনি তুলেছেন, পুরস্কার পেয়েছেন (মাঝের জয়নুল আবেদীনের আঁকা ছবিটা ছাড়া) । ২য় ছবিটা তুলে ফোটোগ্রাফার মারা যান। এই কষ্ট তিনি সহ্য করতে পারেন নি।

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:১৩

রুদ্র আতিক বলেছেন: সত্যিই ছবি গুলো মানবতার তিরস্কার ! এমন ছবি তুলে কাউকে যেন আর পুরস্কার পেতে না হয় ! ধন্যবাদ

৩| ২৭ শে মে, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: কই আপনি?

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:০৭

রুদ্র আতিক বলেছেন: Click This Link
আমি আছি আমার আগের আপন ঠিকানায় । চোখ মেললেই পাওয়া যাবে । ক্লু দিলাম ফ্রি ! ধন্যবাদ

৪| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৪০

মেঘ প্রিয় বালক বলেছেন: দিন দিন পৃথিবী থেকে মানবতা হ্রাস পাচ্ছে।

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:১৫

রুদ্র আতিক বলেছেন: মানুষ মরে মানুষ জন্মে কিন্তু মানবতা শুধুই কমে ! মানবতার ঘুম এত বেশি কেন ? ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.