নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''মন তোমার পাখির খাঁচা নেই কি তাতে দরজা
বাসলে ভালো প্রেমের দামে আপন মনকে দেব খরচা
হৃদয়ের ক্যানভাসে এঁকে দেব সাদা পাখির পালক
দেব পারিজাত গোলাপ আর লক্ষ তারার আলোক
দেব দূর সাগরের শীতল হাওয়া
রাঙিয়ে দেব সকল চাওয়া
শোন সভ্যতারই ডাক
আর মনের অনুরাগ
এসো কাছাকাছি
বল ভালবাসি ।
অযুত আলোকবর্ষ ধরে চলেছি পৃথিবীর পথে প্রেমের লাগি
ঘরে বসে গৃহ ছেড়ে পথে ঘুরে হয়েছি বিবাগী
মনের দ্রাঘিমায় এসে বসত গড় ওগো উর্বশী
দেখো নেচে যায় উড়ে যায় সময়ের প্রজাপতি
রূপসীর রুপে যেন রূপার দ্যুতি
ভালবাসি ওগো বড় ভালবাসি
শোন প্রণয়ের ডাক
মেনে নাও চুপচাপ
এসো ভালবাসি
থাকি পাশাপাশি ।
চাইলেই তুমি বাসতে পারো আমার মতো ভালো
তুমি চাইলেই মন প্রদীপে জ্বলবে প্রেমের আলো
হতাশা ছেড়ে রচতে পারো সুগভীর নীরাবতা
প্রেমের কাব্যে নাইরে প্রিয় শেষের কবিতা
দেখো নদীর বুকে মেঘের পাহাড়
নেই তুলনা রূপসী প্রিয়ার
ভাঙতে মনের ভুল
ফোটাই প্রণয় ফুল
করি হাসাহাসি
শুধুই ভালবাসি ।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৫ মধুমাস ১৪২৬ বঙ্গাব্দ ।
০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:০১
রুদ্র আতিক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ কবিতা।
০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:০১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: ভালবাসার সুন্দর প্রকাশ
০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:০২
রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। নিজেদের ছবি এভাবে দেয়া ঠিক না
০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:০৩
রুদ্র আতিক বলেছেন: মন্তব্য ও সদুপদেশ দুটোর জন্যই ধন্যবাদ
৫| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাগ করেননি বলে খুশি হয়েছি। ভালো থাকুন আপনারা
১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১৯
রুদ্র আতিক বলেছেন: সত্যি রাগ করিনি, ভালবাসা অবিরাম, ভালো থাকুন সব সময় !
৬| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১৯
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৭| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩২
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,,,ভালবাসার প্রকাশ কবির কবিতায়।
১০ ই জুন, ২০১৯ দুপুর ২:২০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৮
নজসু বলেছেন:
মনের খুশি ছড়িয়ে পড়েছে যেন কবিতায়।
ভালো লেগেছে।