নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

পথিক কবির জিজ্ঞাসা

১১ ই জুন, ২০১৯ সকাল ১০:২৪


''পথে পথে ঘুরে বেড়াই পথিক বলে কেহ
পথিকের নাই পথের সীমা নাই আপন গেহ
পথের মাঝে বসত আমার পথেই বাঁধি ঘর
পথকে সেধে আপন করি পথকে করি পর ।

চলতে পথে জোটে যদি সঙ্গী সাথি কেউ
জড়িয়ে তারে আপন করি আপন মনের চেয়েও
পথের মাঝে খুঁজে ফিরি নূতন পথের দিশা
চলতে গিয়ে থমকে গেলেও মেটেনা চলার তৃষা !

নিরন্তর এই পথ চলায় নেইকো চলার শেষ
একলা পথে চলতে আমার ভালোই লাগে বেশ
সঙ্গী ছাড়া হঠাৎ তবু বিষণ্ণ হয় মন
তখন যারে কাছে পাই তারেই ভাবি আপন ।

নানা পথের দুনিয়াতে আছে নানান মতের দ্বন্দ্ব
পথ ভোলা বেভুল পথিক তাই হয়েছে অন্ধ
অন্ধ মনের বন্ধ দুয়ার খুলতে পথিক ব্যস্ত
পরের কাছে ঘরের কাজ তাই করেছে ন্যস্ত ।

চলা বলা করা যদি সাহিত্যে হয় কর্ম
পথিকের পথ চলা আর কবিতা কবির ধর্ম
চলছে পথিক লিখছে কবি বসে নূতন পদ্য
এমনি করেই এই কবিতা প্রসব হল সদ্য ।

পথশ্রমে ক্লান্ত দেহ তবু পরিশেষহীন পথ
শ্লথ হয়ে যায় শান্ত পথের পদব্রজের রথ
এমনি করে কবির কলম হবে যবে শান্ত
সেদিন মোরে খুঁজবে কি গো হয়ে উদভ্রান্ত !''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭ মধুমাস ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৯ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। কিন্তু দ্বিতীয় লাইনের শেষে গেহ মানে কী

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৫১

রুদ্র আতিক বলেছেন: গৃহ শব্দের কাব্যরূপ ! ধন্যবাদ

২| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: গেহ মানে গৃহ ছবি আপুনি!!!!
রবিঠাকুর গেহ কথাটা অনেক লিখেছেন......

যাইহোক পথিকভাইয়া সুন্দর তোমার পথের কাব্য!

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৫

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম । ছবি আপুকে সম্বোধনে অতগুলো বিস্ময়বোধক চিহ্ন না দিলে কি হতো না ?

৩| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৭

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার । তবে প্রোফাইল ছবি দেখে একটু ভরকে গিয়েছিলাম, ভেবেছিলাম এই মানুষটা মন্তব্য করেছে ?!

৪| ১১ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শায়মাপি ও আতিক ভাইয়াকে

১১ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৪

রুদ্র আতিক বলেছেন: ভালবাসা অবিরাম, ভালো থাকুন সব সময় !

৫| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩২

নজসু বলেছেন:



লেখা ও ছবি দুটোই সুন্দর

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৬| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৫

রুদ্র আতিক বলেছেন: মধুর বিশেষণ ! ধন্যবাদ

৭| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৬

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম আবারও !

৮| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৬

মেঘ প্রিয় বালক বলেছেন: একজন পথিকের কবিতায় মুগ্ধ হলাম। বেশ লিখেছেন।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৭

রুদ্র আতিক বলেছেন: এই মুগ্ধতা অটুট থাকুক ! অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ।

৯| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
পোস্টে তৃতীয় লাইক।
একেবারে শেষে 'মধুমাস' মানেটি ঠিক বুঝলাম না।
শুভকামনা জানবেন।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:২৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! 'মধুমাস' একটু মজা করেই লিখেছিলাম কেননা জ্যৈষ্ঠ মাসকে মধুমাসই বলা হয় । লাইক ও শুভকামনার প্রতিত্তুরে ভালবাসা অবিরাম । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.