নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

বিস্তৃত দর্শন

২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২১



''অগনিত মানুষ, গ্রাম, নগর, লোকালয় ছেড়ে
এইখানে এসে গিয়েছি থামি
নদীর বুকে ঢেউ খেলে যেথা সুবিশাল অস্থিরতা
আর ঐ দূরে দিগন্ত গিয়েছে নামি ।

বাংলার নদী আর ওপার দিগন্তে সূর্য লাল
মোহন ভাল লাগা গোধূলির খেলা
এই সব দেখে দেখে ভুলে যাই আকাল
কেটে যায় দিন মোর কেটে যায় বেলা ।

রাতের আকাশে ওঠে মেঘের ভাঁজে রূপালী চাঁদ
জ্যোৎস্না নেচে যায় গাছের পাতায়
সেই সাথে নেচে যায় মন দুলে ওঠে জীবনের সাধ
আলো আঁধারির খেলা দেখি গাছের ছায়ায় ।

আষাঢ়ের মেঘে মেঘে ছেয়ে যায় সূর্য-রবি
কলকল জল নামে অবিরল
এই সব দেখে দেখে গেয়ে ওঠে ভেতরের কবি
বৃষ্টির পরে দেখি আলো ঝলমল ।

ঘাসের শিশিরে ঝরে পড়ে বিন্দু সম রাতের কণা
কালোতে অন্ধকার আলোতে মুক্তোর দানা
তার সাথে মিশায়ে মনের মাধুরী আর গভীর চেতনা
দেখি বিশ্বয়ে প্রকৃতির আরাধনা ।

হেলেঞ্চা আর দূর্বা ঘাসে বসে দেখি বৈকালী রোদ
লুটিয়ে পড়ে দ্রুত আকাশের সীমানায়
প্রশান্তির আলো ছড়ায় আর জাগায় অনাবিল বোধ
অবশেষে সকলি মিলায় আকাশের ঐ দূর নীলিমায় ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,কবিতার শব্দমালায় মধুর রসে চুইচুই।

২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৩

রুদ্র আতিক বলেছেন: সাবলীল মন্তব্য । ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৩| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:০৪

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.