নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'কাপুরুষ\'\'

২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৮


''মানুষ বলেই আমরা সবাই অমানুষে ভয় পাই
শান্তি চাই বলেই সবাই সন্ত্রাসবাদের লোপ চাই,
যখন জেল থেকে বেরিয়ে আসে বেকসুর ধর্ষক
এমন দেশে আমরা তখন হয়ে যাই অবশ দর্শক ।

অস্ত্র হাতে প্রকাশ্যে ঘোরার বুকের পাটা কার থাকে
আমরা জানি কারা তারা কোপাতে পারে যাকে তাকে,
বদরুলের চাপাতি দেখে আমরা ভয়ে জড়সড়
বিশ্বজিৎ এর হত্যার সময় ছিলাম মোরা এমনি জড় ।

নুসরাতকে পুড়তে দেখেও স্তব্ধ ছিলাম আমরা
চোখের সামনেই পেটাল ওরা তুললো শিশুর চামড়া
হাতুড়ি পেটা বাহিনী ওরা করে সন্ত্রাসী কারবার
ওদের কিছু বলতে গেলেই করে দেবে ছারখার ।


প্রতিবাদ তো দূরে থাকুক দর্শক হতেও ভয় লাগে
মানবতা জাগলে পরেও হাত আমাদের বাধা থাকে,
রাঘব বোয়াল হিংস্র ভীষণ ঠাণ্ডা মেজাজ মন্ত্রে
সন্ত্রাসীদের পুষছে তারা রাষ্ট্র নামক যন্ত্রে ।

সাগর রুনির হত্যাকারী আজও নাহি যায় ধরা
খাদিজা তনু এরা সবাই সন্ত্রাসেরই হাতে মরা,
সন্ত্রাস আর অস্ত্র হল ক্ষমতার আসল চরিত্র
সোনার দেশে নিজের কাছে আপন প্রাণ পবিত্র !

বরগুনার রিফাত শরীফ কাল সন্ত্রাস কোপে মরল
চোখের সামনে মরতে দেখেও মানবতা কি নড়ল ?
দুর্নীতি আর দুঃশাসন খেয়েছে গিলে মানবতার মান
কাপুরুষ হয়ে তাই দাঁড়িয়ে দেখি হত্যাকারীর বাণ ।''




কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬

محمد الحسن বলেছেন: সোনার দেশে এই হাল
থাকবে আর কত কাল!

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:১৬

রুদ্র আতিক বলেছেন: আল্লাহ মালুম ভাই ! মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

করুণাধারা বলেছেন: মানুষ ছাড়া আর কোন প্রজাতি বোধহয় এমন নৃশংসভাবে নিজের জাতির কাউকে হত্যা করতে পারে না।

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:১৭

রুদ্র আতিক বলেছেন: এরা মানুষ হতেই পারে না ! এরা অমানুষ প্রজাতি ! ধন্যবাদ

৩| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: আসলেও কাপুূরুষ....... মানুষ নামের জানোয়ার....... নরকের কীট।

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:১৯

রুদ্র আতিক বলেছেন: কাপুরুষ শুধু নরকের কিট অমানুষ গুলোই নয় , আমরাও বাধ্যগত কাপুরুষ ! ধন্যবাদ

৪| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: বড় কষ্ট হয়।

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:২৩

রুদ্র আতিক বলেছেন: অন্যের নষ্ট দেখে আমাদের কষ্ট পাওয়াই সার, আর তো কিছু করার নেই ভাই ! ধন্যবাদ

৫| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: সমাজটা এখন অপরাধীদের আখড়ায় পরিণত হয়ে গেছে!

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:২৫

রুদ্র আতিক বলেছেন: এর জন্য সমাজপতিরাই দায়ী, তারাই অপরাধের লালনকারী ! ধন্যবাদ

৬| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষের মধ্যে থেকে মানবতা নামক সুন্দর গুণটি ক্রমশ হারিয়ে যাচ্ছে। আফসোস।

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:২৭

রুদ্র আতিক বলেছেন: শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বেই মানবতার বিপর্যায় চলছে, আফসোস তো হয়ই ! ধন্যবাদ

৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাপুরুষ মরিল রাতের অন্ধকারে,
হায় !!!
আমাদের জবাবদিহিতা কোথায় যায় ?

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:২০

রুদ্র আতিক বলেছেন: খেলা রাম খেলে যায়, দেখে যায় জনগণ ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.