নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু উপত্যকায়

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:২২


''এত করে কলাম, আমারে মারিস না ! ''
ঐ শোন আর্তনাদ, নিপীড়িতের যন্ত্রণা ।
এই মৃত্যু পুরী, এই মৃত্যু উপত্যকা
যেন অরাজক আর দুঃশাসনের কথকতা ।

এই মৃত্যু উপত্যকায় কেউ মানুষ নয়
সবই অমানুষ আর নিপীড়িত জনগণ
আছে শাসক আর কেবলই শোষণ ।

এই মৃত্যু পুরীতে মানবতা নেই
আছে সন্ত্রাস, হত্যা, গুম, ধর্ষণ
আছে নিষ্ঠুরতা আছে নির্যাতন ।

এই মৃত্যু দুর্গে নেই বাঁচিবার এতটুকু অধিকার
এইখানে বেড়ে চলে হানাহানি আর অপরাধ
নির্ঘুম কাটে ভয়ে এইখানে দুঃসহ রাত ।

মৃত্যুর উৎসবে এইখানে যেন মেতে আছে সবে
মৃত্যুর মিছিল না জানি এদেশে থেমে যাবে কবে !
শাহিনেরা পারবে কবে নিরাপদে পথে-রথে চলতে,
মানুষ কবে সাহস পাবে উচিৎ কথা বলতে ?

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৭ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


এই দেশে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে মেরে ফেলেছে, এই বাচ্চা যে বেঁচে গেছে, সেটার জন্য শেখ হাসিনাকে "জীবন রক্ষক" উপাধি দেয়ার দরকার।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬

রুদ্র আতিক বলেছেন: আপনি মানুন বা না মানুন, রক্ষা কর্তা একজনই ! ধন্যবাদ

২| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭

রুদ্র আতিক বলেছেন: চমৎকৃত ও অনুপ্রাণিত ! ধন্যবাদ

৩| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৪

করুণাধারা বলেছেন: যতবার এই শিশুর রক্ত মাখা মুখ দেখছি, ততবার মানুষ হিসেবে নিজেকে ধিক্কার জানাচ্ছি।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

রুদ্র আতিক বলেছেন: মনের অজান্তেই গেয়ে উঠেছি, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার ! ধন্যবাদ

৪| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন: দম বন্ধ করা সময়।ধিক্কার জানাই।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫১

রুদ্র আতিক বলেছেন: সহমত, ধন্যবাদ !

৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩০

কামভাখত কামরূখ বলেছেন: অসাধারন লিখেন দাদা অনেক দিন ধরেই আলতু ফালতু ব্লগ পোস্টের ভীরে এক টুকরো চাঁদ খুজে পেলাম যেন আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের যশস্বী ব্লগারদের ইদানীং দেখি না? কোঁথায় হারিয়ে গেছে বলুন তো? কি জানি হাবিজাবি লিখায় ভঁরে গেছে ব্লগটা রুচিই পাইনা অনেক ক্ষেত্রে, নাহলে আমার মত কাঙ্গালও এখানে লিখতে বসে ।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৫

রুদ্র আতিক বলেছেন: সবাই মনে হয় কামরূখ কামাক্ষায় গেছে দাদা ! আর আপনি কাঙ্গাল হবেন কেন, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে কাঙ্গাল তারাই ! অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !

৬| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

মেঘ প্রিয় বালক বলেছেন: কিছু কিছু জারজ আছে যারা হিংস্র হায়েনা,যাদের ভিতর মায়া মমতা নেই। চোখে জল নিয়ে আসে এসব দৃশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.