নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'মরণের গান\'\'

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৬



''মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি গাহি মরণের গান
জীবিকার তরে দিয়েছি যখন জীবনেরে বলিদান
শিক্ষা লভেছি শিক্ষিত হতে বাড়াতে দশের মান
জীবন জোয়ারে ভাসিয়া দেখি জীবনের যায় প্রাণ ।

ঘুমিয়ে ঘুমিয়ে তাই আর দেখিনা কোন স্বপ্ন
জেগে জেগে স্বপন দেখার সপ্নে থাকি মগ্ন
স্বপ্ন আমার বেঁচে থাকার সফল মরণে ভগ্ন
সহজ মরণ সাধনা তাই সাধনায় হই নিমগ্ন ।

সহজ সরল আশার গায়ে জীবিকা ত্যাগে মূত্র
আমি সদা তাই ব্যস্ত থাকি কষতে জীবন সূত্র
তেল দিচ্ছে তেলা মাথায় শয়তানের সব পুত্র
এদের মাঝে খোঁজা বৃথা ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র ।

ব্রাহ্মণ বা সাধু হও, হও মানুষ অনিবার্য
আমার শুধু ছোট্ট দাবি দাও মোরে কার্য
বিনিময়ে জীবিকা আর সম্মান কর ধার্য
সুযোগ পেলেই প্রমাণ দেব অনার্য না আর্য ।

এটুকু যদি নাই পারো তবে কিসের তুমি রাজা
অভুক্ত যদি থাকি আমি পাবেই তুমি সাজা
আমায় ঠকিয়ে করছ আয়েশ খাচ্ছ বসে গাঁজা
মরণ পরে হিসেব নেবেন রাজাধিরাজ মহারাজা ।''



কবিঃ রুদ্র আতিক
২৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৫

রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ..........

২| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

কালো যাদুকর বলেছেন: রুদ্র আতিক একজন মহান কবি। তবে আপনার ছবিটা একদম সেরম হইছে। :)

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

রুদ্র আতিক বলেছেন: :-* সত্যি ? কিন্তু কিভাবে ! সত্য মিথ্যা যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ !

৩| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২০

রুদ্র আতিক বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময় ! ধন্যবাদ

৪| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৯

রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ..

৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

নজসু বলেছেন:



ভালো লাগা।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৮:২৪

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.