নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো ?
মিথ্যে কথার প্রলোভন আর আটকাতে পারবেনা
ভাড়া করা বাসার মায়া এইবার তুমি ছেড়েই দিতে পারো
মাকে বলে দাও তুমি আর বাড়ি ছেড়ে যাচ্ছ না
চাকরিটা আমি ছেড়ে দেব বেলা সত্যি
আর মাত্র কয়েকটা দিন ব্যাস
তার পর দুজনে বেড়াতে যাব শশুর বাড়িতেই কনফার্ম
রাগ করে কেন বেলা কিছু বলছো না !
এটা কি ০০২৪৬৭৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে
২-৩ বার ওয়েটিং এর পর পেয়েছি তোমার সংযোগ
দেব না কিছুতেই আর হারাতে
হ্যালো ০০২৪৬৭৯
কেমন হবে ভেবে জানাও একটিবার
মিনিট যাচ্ছে কমে মোবাইল-টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার ।
ভাবছ এবার স্বপ্ন তোমার কিভাবে হবে সত্যি
কতদিন ধরে কত অপেক্ষা
রাস্তার কাদা সস্তা জুতোতে
ব্যস্ত জীবনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত পরীক্ষা !
আর কিছু দিন তারপর বেলা পেয়ে যাব মুক্তি,
গ্রামের ঐ লাল চাদরের ঘর
ইট-পাথরের জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
পাতবো না আর তোমার আমার লাল-নীল সংসার ।
রাগ করে কেন একি বেলা তুমি ফুঁসছ !
চাকরিটা আমি ছেড়ে দেব সত্যি
রাগারাগি আর কান্নাকাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো বেলা শুনতে পাচ্ছ কি ?
এটা কি ০০২৪৬৭৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে
২-৩ বার ওয়েটিং এর পর পেয়েছি তোমার সংযোগ
দেব না কিছুতেই আর হারাতে
হ্যালো ০০২৪৬৭৯
কেমন হবে ভেবে জানাও একটিবার
মিনিট যাচ্ছে কমে মোবাইল-টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার ।
হ্যালো ০০২৪৬৭৯
হ্যালো ধুর ছাই হ্যালো !
মুলঃ অঞ্জন দত্তের ২৪৪১১৩৯
ক্যাটাগরিঃ প্যারডি
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ ।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০
রুদ্র আতিক বলেছেন: আমারও লাগেনি, কিন্তু আবেগে লিখে ফেলেছি ! ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন: ভালো লাগে নি
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৯
রুদ্র আতিক বলেছেন: ভালো লাগেনি জেনেও অনুপ্রানিত হলাম । ধন্যবাদ
৩| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪০
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ অনুপ্রানিত করবার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৯
রাজীব নুর বলেছেন: এই গানটা নিয়ে অনেকেই প্যারোডি করেছে।
কারো প্যারোডিই আমার ভালো লাগে নি।