নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

নষ্ট নৈবেদ্য

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯



''কার বিরহে আকাশ হোল
বিষাদ ভরা নীল,
কোন বোধনে অন্তর হোল
অভ্র পারের চিল !

কার ভুলেতে নষ্ট হোল
গুলবাগিচার বাগ,
কোন পাপেতে মলিন হোল
রবির উদয় রাগ !

কোন অজানায় ভেসে গেল
রক্তে রাঙ্গা বান,
কার শাপেতে সুর হারাল
জীবন নামের গান !

কোন বা দুখে থমকে গেল
চলার গতির ছন্দ,
কার মায়াতে বেভুল পথিক
ভুলল কুসুম গন্ধ !

কোন পিশাচে ভোলায় পথ
পথের মধ্যে আসি,
পুড়লে কত সুর বিলায় সে
বাঁশের পোড়া বাঁশি !

নৈবেদ্য কেন ভ্রষ্ট হোল
কোন নষ্ট ফুলের জন্য,
জীবন এত বিস্বাদ কেন
হয় না কেন ধন্য !''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৪ঠা আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছড়া

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

রুদ্র আতিক বলেছেন: সহজ- সরল অনুপ্রেরণার বাণী অনুপ্রানিত করল অনেক ! ধন্যবাদ আপু

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপূর্ব !!

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:
কিছু শব্দ বেশ সাবধানে লিখেছেন, ভালো লেগেছে সেগুলো---
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.