নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানে

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

মানুষ মানে মনে রাখা
মানুষ মানে আবেগ
মানুষ মানে ভুলে যাওয়া
মানুষ মানে বিবেক !

মানুষ মানে ভালবাসা
মানুষ মানে প্রেম
মানুষ মানে লক্ষ আশা
মানুষ মানে হেম ।

মানুষ মানে মানবতা
মানুষ মানে মন
মানুষ মানে দুঃখ-ব্যথা
মানুষ মানে ধন ।

মানুষ মানে জ্ঞান গরিমা
মানুষ মানে মায়া
মানুষ মানে সসীম সীমা
মানুষ মানে কায়া ।

মানুষ মানে অনেক কথা
মানুষ মানে কবি
মানুষ মানে বাতুলতা
মানুষ মানে ছবি !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: মানুষ মানে চোর।
মানুষ মানে দূর্নীতিবাজ।
মানুষ মানে দর্ষনকারী।
মানুষ মানে নিষ্ঠুর।
মানুষ মানে ছিনতাইকারী।
মানুষ মানে অমানূষ।

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

রুদ্র আতিক বলেছেন: এসবই অমানুষের মানে, মানুষের নয় ! ধন্যবাদ

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

লর্ড ভ্যারিস বলেছেন: একদিন "মানুষ মানে রোবট" হয়ে যাবে। :-<

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

রুদ্র আতিক বলেছেন: হয়, যেদিন রোবট মানুষ হবে ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.