নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

কাব্য ও কবিতায়

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪


''বেলা শেষে কথা কয় অস্তগামী রবি
গোধূলির মায়া মাখা অরূপ ছবি !
ধরিয়া রাখিতে নারি শোভিত সে রূপ
মন দিল সেই ক্ষণে কবিতায় ডুব ।

মনে মনে গেঁথে যাই কথার মালা
আঁধার নামলে পরে আঁখি করে জ্বালা !
মন নাহি যেতে চায় ফিরে ঘর-গেহ,
এ কথা জানিল না সে, না জানিল কেহ ।

চাহিনি তো সাধ করে হতে আমি কবি
তবু মন আকাশে ওঠে কেন কাব্য রবি !
কবিতায় খুঁজে পাবে উত্তর যত,
অযথা প্রশ্নে কেন কর ক্ষত-বিক্ষত !

অবিরত অবিরল যাচি কবিতার কোলাহল
গৃহ ঘর বন্ধন বেদনার হলাহল !
চলাচল পারাবার সুর আর ছন্দে,
কবিতারা জেগে থাক মগজের রন্ধ্রে ।

একা থাকি সাথে রও হয়ে সাথী ছায়া
ভালবাসি এতটুকু নহে শুধু কায়া !
মায়া তার সুগভীর মিটে নাকো আশা,
তারে নিয়ে রচি বাস আর ভালবাসা ।

বন্ধু বান্ধব আর যত আত্মীয় স্বজন
কবিতার মতো করে শোভিত বীজন !
এই নিয়ে বেঁচে থাকা, ভুলে থাকা দায়
মূর্ত হয়ে উঠুক সবে কাব্য আর কবিতায় ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭ পৌষ, ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !

২| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আকাশে তো আজ সুর্যের মুখই দেখা গেলনা,
কোথায় তবে রবির গোধূলীর মায়া আর
কোথায়ইবা অপরূপ ছবি?

তবে কবিতা সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইলো।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

রুদ্র আতিক বলেছেন: কোন একজন লেখকের কথা শুনেছিলাম, যে কিনা কোথাও না গিয়েও ভ্রমণ কাহিনী লিখতেন ! ভাবুন একবার ! অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৩

রুদ্র আতিক বলেছেন: ভালো লাগে ভালো থাকার প্রত্যাশা । ধন্যবাদ

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৬

রুদ্র আতিক বলেছেন: কবি না কবিতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.