নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
রোদ গিয়েছে শ্বশুরালয় মেঘ করেছে আড়ি
কুয়াশার চাদর গায়ে দিয়ে সূর্য গেছে বাড়ি ।
বাতাস বহে মৃদু মন্দ শীতে কাঁপে হাড়,
শৈত্য বাহ নাম দিয়েছে আবহাওয়া দপ্তর ।
পিঠা পুলি হচ্ছে রোজই গ্রাম বাংলার ঘরে
কাজে কর্মে স্থবিরতা মাঘের শীতের জ্বরে,
উত্তর কাঁপে পশ্চিম কাঁপে, কাঁপে সারা দেশ
এমন শীতেও মানুষ গুলো আছে যেন বেশ ।
ছিন্নমূল মানুষ গুলোর কেউ নেয় না খোঁজ
রেলস্টেশন বা পথের ধারে পড়ে থাকে রোজ !
খেটে খাওয়া মানুষ গুলোর শীতে বেজায় কষ্ট
না জানি কোন পাপে তাদের সব হয়েছে নষ্ট !
তবু সোনার দেশের মানুষ যেন সোনা দিয়ে মোড়া
না খেয়ে তাও বলতে পারে সুখেই আছি মোরা ।
মানুষ সবাই ভাল থাকুক গ্রীষ্ম বর্ষা শীতে
খাবার জুটুক সবার মুখে জুটুক পুলি পিঠে ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ jugantor.com
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭
আশরাফ আনন্দ বলেছেন: চমৎকার কবিতা ভাই..। ছন্দ-মিল ভালো লেগেছে।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
এম ডি মুসা বলেছেন: দপ্তর, হাড় মিললনা, ছন্দ বিষয়কে কিছু বললাম না।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার লিখেছেন প্রিয়জন।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৫| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: খুবসুন্দর কবিতা।
প্রানবন্ত।