নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মিলন ব্রত

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০


''ঐ চোখে ভালবাসা, ঐ বুকে মায়া
ঐ ডাকে নিশীথিনী, ডাকে তার ছায়া ।
ঐ শোন চুপচাপ দুপুরের গল্প,
তারা ভরা রাতে তার হাতছানি অল্প !

ও রূপে নেশা ধরে, ধরে কত বায়না
হিংসেও করে বুঝি যতনের আয়না !
ছুঁয়ে দিলে হাত তার, শিহরিত দেহ মন
তার সাথেই খুনসুটি, তার সাথে সারা ক্ষণ ।

তারে নিয়ে রচা গান, তারে নিয়ে কাব্য
কানে কানে বলি তার, সে-ই ভবিতব্য !
তার সাথে পথ চলা, তাকে ঘিরে স্বপ্ন
তারে নিয়েই টুকটাক হয়ে থাকি মগ্ন ।

ভাললাগা ভালবাসার লুকোচুরি রাত দিন
ভালবেসে ভুলে থাকি ভাদ্র কি আশ্বিন,
পৌষে পাশাপাশি মাঘে সে কি মাখামাখি !
বারো মাসই ভালবাসি, ভালবাসার চাখাচাখি ।

চোখাচোখি সখা সখি, কত হাসি কান্না
বৃষ্টিতে ভেজা ভেজি, বহে সুখ বন্যা
হৃদয়ের দেয়ালেতে তার ছবি টাঙানো,
এ জীবন ভালবেসে প্রেমে কবি রাঙানো ।

ভালবাসার যত কথা, যত সুর ছন্দ
সে-ই দিল ছড়িয়ে রূপ-রস-গন্ধ ।
সুমধুর হাসি তার, অবারিত বারবার
ভালবাসি সারা বেলা, ভয় নেই হারাবার ।

করে চলে বাড়াবাড়ি, অকারণে যত আড়ি
শঙ্কায় দুরু বুক, হোল বুঝি ছাড়াছাড়ি !
অনুরাগে ছুঁয়ে দিলে, হয়ে যায় ঠিকঠাক
সংসারে এই সব হয়ে থাকে টুকটাক ।

না পাওয়া কত চাওয়া তবু প্রেমে পূর্ণ
বিষাদ যাতনা জ্বালা ভেঙে হোক চূর্ণ ।
ভালবাসি আমরণ ফেলি বেদনার ক্ষত
এই হোক দুজনার মিলনের ব্রত !''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিতে কারা?

সুন্দর হয়েছে

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

রুদ্র আতিক বলেছেন: ধরুন, আমরা আমরাই তো ! ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: যাকে নিয়ে এই কবিতা লিখেছেন তার ছবি কি এটাই? সাথে আপনিও?

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৩

রুদ্র আতিক বলেছেন: ধরে নিন না !

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

ময়ূরী বলেছেন: সুন্দর লাগছে আপনাদের।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ভাললাগার জন্য ! কিন্তু, প্রশ্ন হল, ময়ূরী হয়ে ময়ুরের ছবি দিয়েছেন কেন ?!

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৯

এস সুলতানা বলেছেন: চমৎকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.