নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

প্রেমানুজ্ঞা

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩


প্রেম হতেই জন্ম আমার ভালবাসা তাই স্বভাব
জন্মে আমি সব সয়েছি, সয়েছি প্রেমের অভাব !
অভাব ছিল ভালবাসায় অভাব নানা অর্থে,
স্বভাব আমার বদলে গেল অভাবের এই মর্ত্যে !

সুখের খোঁজে ব্যস্ত সদা, সুখই যেন মুখ্য
অনেক খুঁজে পেলাম যাহা নামটি তাহার দুঃখ !
দুঃখ ছিল স্বপ্ন দেখায়, দুঃখ নানা কর্মে
দুঃখ ছিল হরহামেশাই, দুঃখ ছিল ধর্মে ।

চিরটা কাল কেঁদে গেল, ভেতর অচিন পাখি
কেঁদে কেঁদে সিক্ত হল বাঁধন হারার আঁখি
আঁখি জলে পূর্ণ হল হৃদয় নামের সিন্ধু
জীবন নামের বৃত্ত পেল অশ্রু সজল বিন্দু ।

ভেঙে আবার গড়ব বলে স্বপন দেখি রোজ
স্বপ্ন ভাঙার কষ্ট কেমন, কেউ রাখেনি খোঁজ !
রাখেনি কেউ হিসেব যেন, কত মেঘে বৃষ্টি
কেউ দেখেনি বুকের ভেতর, কাব্য কথার সৃষ্টি ।

আজ ভালবাসার পণ করেছি মন ধরেছি বাজি
ভালবেসে তাই জনম জনম মরতে আমি রাজি !
রাজি আছি প্রেমের ঋণে প্রেমই দিতে সুদ,
সদা ভালবেসে তুলব প্রেমের ফেনিল বুদবুদ ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল লেখা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।
প্রানবন্ত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৬

রুদ্র আতিক বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.