নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

পুনরাবর্তন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৭


''আমি আবার আমার খুলেছি চিন্তার চির অবারিত দ্বার
আজ সব কাজ ভুলে এনেছি তুলে এই মনের জগত সংসার !
স্তব্ধতার শরীরে চেয়ে দেখি ছেয়ে আছে গাড় অন্ধকার
গ্রহ-নক্ষত্র নাই তবু আকশের অস্তিত্ব টের পাই নিশি যেন ঘোর অমানিশার ।
আলো হীন কালো তাও ভালো তাই জ্বালিনি প্রদীপ কোন
হৃদয়ের আলো জ্বেলে লুকোচুরি খেলা খেলে কথা গুলো অবহেলে সাজাই যেন ।
চিন্তার রেখা ভাজ ভুলে গিয়ে সব লাজ কাব্য আর কথা হয়ে বাহিরিতে চায়
ঝঙ্কার দিয়ে হায় ঝংকৃত হতে চায় বিসৃত কবি আর তার কবিতায় ।


চিন্তায় ছুঁয়ে যায় সীমাহীন দূর আর অদেখা চেতনের শেষ সীমানায়
দূরে দেখি কার ছায়া ছুঁতে গেলে শুধু মায়া ডেকে যেন বলে তবু আয় ছুটে আয়
পুনরায় ছুটে গিয়ে ফিরে আসি ব্যাথা নিয়ে মরীচিকা ভেবে বলি ও কিছু নয়
ভালবাসি তাই বাসে আপনার উল্লাসে আপনার মন হাসে লভিতে জীবনের এই পরাজয় !
নিদারুণ নিরাশা দূরে সুরে দুরাশা জোর করে বেঁচে থাকা ভালো থাকা দায়
ভালবাসার ছলে সুবাসিত কৌশলে কত সুর সাধে ফের আপন হৃদয় !''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১

রুদ্র আতিক বলেছেন: সুন্দরকে চিনিবার যার হল অবকাশ
সেই চির সুন্দর, মন তার সুনীল আকাশ !
ধন্যবাদ.....

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো লাগা, ভালোবাসা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

রুদ্র আতিক বলেছেন: রাশি রাশি ভালো লাগা ভালবাসা গড়ে
ভালবাসিতে সখা বল কজনে বা পারে !
ধন্যবাদ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.