নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

অতলান্ত

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪


মনের ভেতর আছ সদা
অন্তর তলে থেকো,
আমার মনের যত কথা
অশ্রু দিয়ে এঁকো !

নাই যদি পাও বুকের পরে
অশ্রু সজল মুখ,
নিয়ো আমার রচা কাব্য পড়ে
আঁচল ভরা সুখ ।

হাতের পরে নাই যদি পাও
প্রথম ছোঁয়ার পরশ,
বিরহ হয়ে ছুঁয়ে দেবো তাও
তোমার মনের হরষ ।

জনম জনম বাসলে ভালো
মিটবে না পিপাসা
তাই কি বল ছাড়লে প্রিয়
এক জনমের আশা !

যদি না পাও এক জনমে
আমার মনের ভেদ,
যে গান ছিল এই মরমে
করো তাহার ব্যবচ্ছেদ ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২০ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর , ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২০

রুদ্র আতিক বলেছেন: আমারও ভালো লাগলো সেই সাথে হলাম অনুপ্রানিত । ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.