নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
অন্তর ছুঁয়ে যাও গো সখী হৃদয় নিয়ে যাও,
মন সাগরে বাওরে প্রেমী মন পবনের নাও।
ভর দুপুরে একলা একা কোন সুদূরে রও!
বারেক হেরি আমার পানে একটু কথা কও।
হৃদয়পুরে অলস সুরে গাইছ কিসের গান,
কেমন করে ভুলে থাকো আমার অন্তঃপ্রাণ!
প্রেমের নেশায় বুঁদ হয়ে যাই ভুলি অপমান,
আমার তরে কিসের তোমার এতো অভিমান!
বুক ফাটিলেও মুখে ফোটে না অন্তরেরই কথা
না বুঝিলে প্রিয় আমার গোপন মনের ব্যাথা!
কত কথা কত গান সখী কত হাসি কান্না,
মনে তব বহে কি লো অমল প্রেম বন্যা!
প্রেমে চাহি প্রেমে গাহি প্রেমে হই ধন্যা,
ভালবাসি প্রেম আর তোমায় বঁধু কন্যা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২১ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ ।
০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ। মন্তব্যের জন্য নয়, নিরন্তর অনুপ্রেরণা দেবার জন্য !
২| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।
০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২
রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।