নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

আর কত

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৯


‘’কিসের আঘাতে জ্বলে ওঠে অধীর অগ্নিগিরি,
কার বিরহ রোদন তোলে আকাশ বাতাস চিরি?
কত আঘাত সয়ে মেঘে গরজায় গুরু গুরু,
কার মায়াতে বিভোর বুক কাঁপে দুরু দুরু!
কোন বিরহী কেঁদে মরে মনের গহীন কোনে,
দিবা নিশি জেগে এ মন ভাসে কাহার সনে!
সুখ তারা নিবে গেলে হয় কি রাতের ভোর?
প্রাণ পাখি উবে গেলে কাটবে বুঝি ঘোর!

আর কতটা পুড়লে হবে এ মন খাঁটি সোনা?
কতটা ফুরালে কলম কালি হবে কথার কাঁথা বোনা!
কত পথের পরিক্রমায় পথিক বনে যাওয়া?
অশান্ত মনে শান্তি দিতে পারে কি দখিন হাওয়া!
আর কত বাসলে ভালো বল প্রেমিক হওয়া যাবে?
এক জনমে একলা মানব কতটা আর দুঃখ গিলে খাবে?’’

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৯ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ
রাতঃ ১১.৪৫ মিনিট ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

রুদ্র আতিক বলেছেন: প্রিয়জনকে ভালো রাখুন, ভালো থাকুন ! ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সয়ে যেতে হবে সব।

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২

রুদ্র আতিক বলেছেন: :``>> আচ্ছা সয়ে যাব ! ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি, পাঠে মুগ্ধ হলাম।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০১

রুদ্র আতিক বলেছেন: পুলকিত ও অনুপ্রানিত ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.