নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
ফুলের পাশেই মানায় হাসি তাই আমি হাসি,
ঝরে পড়া ফুলের ব্যথায় নয়ন জলে ভাসি !
মুখের হাসি হেসে সখি বুকের ব্যাথা লুকাই,
আপন মনে মালা গাঁথি একলা একা শুকাই ।
কত ফুলই দলে গেলাম হয়নি মালা বলে,
নষ্ট ফুলের মাল্য খানি কেমনে পরি গলে ?
কৌশলে আর নানা ছলে ঝরল যেসব ফুল,
ভুল কি বল ভাবতে তাদের নষ্ট সমতুল !
নষ্ট ফুলে যায় কি সাজা নৈবেদ্যের থালা !
তাহার তরে যতই করুক কণ্ঠ আঁখি জ্বালা ।
কৃষ্ণ কণ্ঠ অধরে মোর তাইতো এতো বিষ,
করে দুঃখ নদী নিরবধি বেদনাতুর আশিস !
কোন বাগানে ফোটা কলি কোন সে বুনোফুল,
হিসেব করে দেখিনি তার করিনি কোন তুল ।
যাচিনি শুধু সৌন্দর্য আর সম্ভোগের পিপাসা,
চাইছি নারী তোমার মনের গোপন মঞ্জূষা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪০
রুদ্র আতিক বলেছেন: ধন্য ও পুলকিত ! ধন্যবাদ
২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৬
নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।
০৯ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৯
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৯
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।