নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

ফিরে পাই যদি

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১২


‘’আবার যদি আসি ফিরে সহস্র শতাব্দী পরে
মহা দৈবিক বলে ধরণীর ছায়াঞ্চলে,
যদি পাই ফিরে কোন মানব জন্ম
আজন্ম ক্রীতদাস ঘুচিব নব কৌশলে !
আপনার তরে রচা যত সুখ হাসি আনন্দ
সকলই বিলায়ে দেবো ফের মানবের তরে ।

যদি আমার দেশকে কেড়ে নিতে চায় কোন পাষাণ শকুন
আগুন জ্বালব দ্রোহে, বিক্ষোভে, বিপ্লবে
মহা সৈনিক সেজে ফের আনিব ছিনে
চেতনায় মিশে থাকা সাধ ও স্বাধীনতার চির অমিয় ফাগুন ।

হাজার বছর পরে যদি আবার আসি ফিরে
শ্যামলে শ্যামল সুশীতল বাংলার নীড়ে,
যদি পাই ফিরে ফের সেই মায়াবীরে
প্রেম খুঁজিব তার বুকের হাড়,পাঁজর আর মোহন মাংস চিড়ে !
গত জন্মে তার তরে রচা যত কবিতা গান
সকলই শোনাব তারে পাশাপাশি বসে যমুনার তীরে ।

যদি আবার আমার চেতনাকে কেউ রুধিতে হয় বদ্ধপরিকর
চির বিদ্রোহের নূতন মশাল জ্বালি
মিথ্যে রুধিতে দিব আপন পরাণ ঢালি
ধ্বংস করিব তারে লভিতে চির যৌবন আর বিস্তৃত পরিশুদ্ধতার ।‘’

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৫ ফাল্গুন,১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: চমতকার।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

রুদ্র আতিক বলেছেন: আমিও চমৎকৃত, খণ্ড ত না দিয়ে পূর্ণ ত দেবার জন্য ! ধন্যবাদ

৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৯

রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন ।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

সাগর শরীফ বলেছেন: শেষ হয়ে গেল? নাহ্! ভাল লাগতেছিল তো...

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৭

রুদ্র আতিক বলেছেন: তাহেরি সাবের মত বলতে ইচ্ছে করছে, ফাম দিছ না, ফাম দিছ না ! ধন্যবাদ ভাই ।

৫| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল ।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২

রুদ্র আতিক বলেছেন: শুধু শিক্ষিত নয় এক জন অশিক্ষিত মানুষেরও আমার লেখা ভালো লাগে ! আমি ধন্য ! ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.