নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

শব্দ সাধক কবি

১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:০০


''শব্দপুঞ্জধূলি উড়িতে দেখি আকাশে-বাতাসে
জলে-স্থলে, সর্বত্র শব্দই কানে ভেসে আসে ।
চারপাশে দেখি মহা শব্দ সমাহার, আহার
নিদ্রা ভুলে সদা করে চিৎকার । আমার
আমি তবু শব্দের তরে করে হাহাকার
আকার সাকারে খোঁজে শব্দের ভাণ্ডার ।

স্বপ্নে দেখে শব্দ পুরুষ, শব্দের প্রেমিকা
একা নয় কথা কয় মোরে ভাবিয়া সখা !
পলাতকা পালিয়ে যায় ঘুম না ছুটিতে,
স্বপ্ন না টুটিতে অপার্থিব শব্দ ভুলাইতে,
হৈহুল্লোড়ে ছুটোছুটি আর করে উৎপাত ।
রাত ভোরে উঠি ভাবি সেই উপপাত !

অকস্মাৎ শব্দ শুনি ঝরা পাতার মর্মরে,
লোকালয়ে আর নিরব নিস্তব্ধ সরোবরে ।
দরদরে ঘাম ঝরা পরিশ্রান্ত শরীরে,
ভেজা চামড়ার খাঁজে-ভাজে দক্ষিণে-উত্তরে
সবখানে আমি শব্দ খুঁজি, বুঝি প্রিয় মুখ
প্রিয়তমার নরম ললাট, চিবুক, উন্মুখ
প্রতিক্ষার উৎকণ্ঠা কোন শব্দে বাহিরিতে
চাহে, গাহে পাখি কাছে কি দূরেতে
সুরেতে,কর্কশ কাক ও ধনেশের স্বরে
কি শব্দ ধ্বনিত হয় ‘চোখ গেল’ বলে মরে
যে পাখি, নব বঁধুর হাতের রাখী,
দুঃখে, বিরহে, প্রেমে অপমান ফাঁকি,
আঁখি তার চাহনিতে কোন শব্দ মাখে ?
বিরহে বিরহী কত শব্দ লুকিয়ে রাখে ?

শরতের শুভ্র কাশে, রৌদ্র তপ্ত চৈত্র মাসে
শয্যা পাশে বঁধুয়ার নিঃশ্বাসে প্রশ্বাসে
শুনি শব্দের বারতা । নষ্ট মানবতা,
মানুষে মানুষে হানাহানি, স্বার্থপরতা
লোভ, ক্ষোভ, হিংসা ও শঠতা,
কাতরতা হাত্রিয়ে খুঁজি কেবলই শব্দ,
শুধু শব্দ আর শব্দেরই কথকতা ।

নৈশব্দেরও শব্দ শুনি অমানিশার রাতে,
মাঘি পূর্ণিমায় আর কুয়াশা মাখা প্রাতে ।
হাতে সময় নাই কল্পনায় দেখি তাই নদী খাল বিল,
উড়ে চলে বক,দেয় ডুব পানকৌড়ি সব উড়ে শঙ্খচিল,
ঢিল ছোড়া জলে জাগে মৃদু তরঙ্গ,
বিভঙ্গ সে শব্দ সঙ্গ,দেখি সব শব্দেরই অঙ্গ ।

অভিসারে ফিসফাস অস্ফুট স্বর
নক্ষত্র জাগিছে সাথে নিঝুম চরাচর
অব্যক্ত শব্দ কথা প্রেয়সীর মনে,
সোহাগ মাখিয়া গায়ে চুপচাপ শোনে !
বনে বনে কত পাখি গায় আহা,আহারে
আমি রচি গত কথা শব্দের বাহারে ।

পাহাড়ে পাহাড়ে শুনি বিলুপ্ত স্বর শব্দ,
স্তব্ধ অতল জলে ডুবি,শব্দ করিতে লব্ধ !
জীবনের বাঁকে বাঁকে কাজেদের ফাঁকে ফাঁকে
কত শব্দ গত কথা হয়ে যে লুকিয়ে থাকে,
রাখে কে হিসেব সেসব কত ঝড় বহে কোন বশেখে ?
শিশুর মুখের আধ ফোটা বোল,আবোল তাবোল সখে
বখে যাওয়া ছেলে-মেয়ের অভিমানী মনে,
সঙ্গোপনে শব্দ খুঁজি, খুঁজি জনে জনে ।
গানে গানে প্রাণে প্রাণে শব্দের আসরে,
খুঁজে ফিরি সাজাতে তারে কাব্যের বাসরে ।
খুঁজে নিতে তারে করি না সঙ্কোচ যেন,
লাশের মিছিলেও যদি শুনি বিধুর শব্দ কোন !
আসিবে কি শব্দরাজ ছুড়ে ফেলে সব কা্জ ?
আজ মনে আমার হবে কি তার লিখিত প্রকাশ ?

হৃদয় অলিন্দ পাশে অবকাশে কত শব্দেরা হাসে
পাশাপাশি বসে তারা স্মৃতি আর বেদনার ঘাসে !
বারো মাসে নানা বাসে আশেপাশে কত শব্দ শুনি
শব্দে বুনি কথার মালা কাব্য কবিতা গান
ভরে মোর প্রাণ তাতে হয়ে ওঠে শব্দ সাধক মুনি ।
তবু কবিতার রচিবার কালে শব্দের লাগি করি হাহাকার
আমার ভেতর কবি নিমেশে শুষিতে চাহে শব্দ পারাবার ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭,২৮ ও ৩০ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:১৭

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: পড়লাম কবিতা।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:১৬

রুদ্র আতিক বলেছেন: কষ্ট দেবার জন্য, দুঃখিত ! ধন্যবাদ

৩| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.