নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
মেঘের কাছে ডাক পাঠালাম বৃষ্টি দিলাম মেখে
রংধনুর ছয় রঙও দিলাম নীলটি দিলাম রেখে
পাখির কণ্ঠে সুর সেধেছি তাও পাঠালাম সেধে
তোর পরাণে আপন পরাণ আপনি দিলাম বেঁধে ।
মনের ঘরে বুনো পাখির বিষাদ মাখা সুর
রেখে সেসব নিজের কাছে করেছি সুমধুর
তোমায় দিয়ে যত্নে মোড়া রঙিন নেশার ঘুড়ি
তোমার মনে বসত গড়ি তোমার মনেই উড়ি ।
তোমায় নিয়ে রচতে বসা গান কবিতা গল্প
সেসব না হয় আসলে পরেই শুনিয়ে দেব অল্প
সপ্ত সুরের নাও বানিয়ে ভাসবো ঝিলের জলে
ফুরিয়ে যাওয়া কথা গুলো বলবো নানা ছলে ।
আম্র শাখে দোলনা বেঁধে দুলবো একই সাথে
না ফুরানো কথা যত বলবো নিঝুম রাতে
চোখের পানে দৃষ্টি রেখে চাইব অনিমিখ
বিজনপুরে তোমায় নিয়ে ছুটবো দিগ্বিদিক্ ।
আপন হাতে পরিয়ে দেব তোমায় ফুলহার
তোমায় নিয়েই পেরিয়ে যাব সপ্ত পারাবার
মান অভিমান ভুলে গিয়ে দাওগো ডাকে সাড়া
তোমায় নিয়ে বাড়াবাড়ি হই যে আত্নহারা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ guangfenghe.en.made-in-china.com
২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৩৯
রুদ্র আতিক বলেছেন: প্লাস পেয়ে আরও বেশি অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
২| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন।
২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৪০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
৩| ২২ শে জুন, ২০২০ রাত ১০:০৩
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে বিমোহিত হলাম।
২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৪০
রুদ্র আতিক বলেছেন: আমিও মুগ্ধ, সাথে অনুপ্রানিত হলাম, ধন্যবাদ !
৪| ২২ শে জুন, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আজ আমিও একটা কবিতা লিখেছি।
২৩ শে জুন, ২০২০ সকাল ৯:০৬
রুদ্র আতিক বলেছেন: কই, কোথায় ? আপনার কবিতায় অন্যোন্য স্বাদ খুঁজে পাই !
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+