নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

আপন ভুবন

২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:১৩



এই আমার স্বরচিত আপন ভুবন
আপন করেছি তাহারে জেনে
মেনে তার অজস্র ভ্রম,
দেখিয়া সে যজ্ঞ সম মহা আয়োজন
হাপিয়া ওঠে যেন মৃত্যুর যম ।

অনাদি কালে ছিল না যেমন
আবাদি কোন ভূমি
তুমি সেথা মোরে বানালে চাষা,
সৃষ্টির প্রথম ভূমিতে করি মোহের রোপণ
ফলায়েছি জীবনের কাঁদা আর হাসা ।

আপন মনের মাধুরী মিশায়ে
রচিয়াছি যত গান
মান অভিমান সবই দিয়াছি ঢালি,
প্রাণে প্রাণে সুর দিয়েছি মিলায়ে
আপনার বাগানে সেজেছি আপনি মালী ।

শব্দ সায়রে খুঁজিতে স্বপ্ন
কবিতা করেছি ধ্যান
জ্ঞান অজ্ঞানের ভুলেছি বিভেদ,
মূর্খ চিন্তা করিতে ভগ্ন
জানা অজানার ঘুচিয়াছি প্রভেদ ।

মনের ভেতর আছে সে ধরা
ধরণী পরে অধরা সে যে
কে যে কাহারে কত ভালবাসে,
জীবনে সহে কত দুঃখ মৃত্যু জরা
সেসব ভুলি নতুন করিয়া নূতন প্রণয় আশে ।


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।

ছবি কৃতজ্ঞতাঃ aponbhubonresort.com

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২১

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, কবি !

২| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সহজ।+

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৩

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত ! কিন্তু মিষ্টি খাওয়াইতে পারুম না !

৩| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: এটা কি তোমার বাগান ভাইয়া??
অনেক সুন্দর কবিতা! :)

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২

রুদ্র আতিক বলেছেন: না আপু ছবির এই বাগান আমার না । তবে কবিতার এইখানে খুঁজলে বাগান পাওয়া যেতেও পারে---

''অনাদি কালে ছিল না যেমন
আবাদি কোন ভূমি
তুমি সেথা মোরে বানালে চাষা,
সৃষ্টির প্রথম ভূমিতে করি মোহের রোপণ
ফলায়েছি জীবনের কাঁদা আর হাসা । ''

৪| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার লেখনী ।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রানিত, ধন্যবাদ !

৫| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মারহাবা!! ছন্দময় কবিতা।

২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৫

রুদ্র আতিক বলেছেন: দয়া করে সাড়ে চুয়াত্তর দেবেন না ! একটু ধইরে দিয়েন ! ধন্যবাদ

৬| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:০৭

এ কাদের বলেছেন: ভাল লাগল।

২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.