নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার সভ্যতা

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩


সভ্যতা তুমি সভ্য ছিলে কবে
কবে তুমি গেয়েছিলে জীবনের জয়গান ?
সাহারা, গোবি, কালাহারিতে কি কভু মেতেছিলে প্রাণের উৎসবে !
হিমালয়, আল্পস আর আন্দিজে জমা বরফের মতই কি ছিলে নিষ্প্রাণ ?

ভিসুভিয়াস, ফুজিয়ামা বা কিলিমাঞ্জারোর মত কি আর উঠবে না জ্বলে
মেসোপটেমীয়র প্রাচীন দিনের প্রাচীর ফোঁকল গলে
দজলা বা ফোরাত নদী কি আবার বহিবে কলকল
সিন্ধু তীরের মহেঞ্জোদারো কি আর হাসিবে ঝলমল ?

ত্যাজিতে পারনি আজও কি তুমি হেলেনীয় হেমলক
হেলেনিস্টিক সভ্যতার দেহ ছিঁড়ে কি আলেকজান্ডার
আবার বীর বেশে ছুটিবে মহা দুরন্ত দুর্বার !
নাকি মায়াদের মত করিবে আবার নরবলির মহা উৎসব ?

সভ্যতা তুমি কত পথে কত রথে চড়ি
করিয়াছ ভ্রমণ এই বিশ্ব ভুবন !
নিজেরে ভরেছ তুমি কত গৌরবে, কত ইতিহাস গড়ি
পার নাই বুঝি শুধু মানবতারেই করিতে আপন !

যদি পারিতে তবে হতো না আর যুদ্ধ যুদ্ধ খেলা
মানুষ কি করে পারে মানুষেরে করিতে অবহেলা !
বিশ্বব্যাপী করনাকালেও তুমি খয়েছ মানবতা
মানবহীন সভ্যতা সে তো কেবলই বাতুলতা !

আমরা যারা আজও অমানুষ এসো ফের মানুষ হই তারা
মানুষ হয়ে মানুষে বিলাই মানবিক মানবতা
মানুষের পাশে মানুষ দাঁড়ালে পালাবে ভয়ে মৃত্যু,ক্ষুধা,জরা
চল সভ্যতারে সভ্য করে গড়ি সভ্যতারই সভ্যতা ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।

ছবি কৃতজ্ঞতাঃ
newsinside24.com
bn.wikipedia.org
www.bbc.com/bengali/news-45040343

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩২

নেওয়াজ আলি বলেছেন: চরম , যথার্থ প্রকাশ ।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ সাথে থাকবার জন্য । ভালো থাকা হয় যেন ।

২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: অন্ধকার যুগ থেকে এসে আমরা সভ্য হয়েছি।
যদিও এটা মানুষের নকল সভ্য ভাব। আসলে মানুষ আজও অসভ্য। বিরাট বদ। শুধু মূখোশ পড়ে থাকে।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪১

রুদ্র আতিক বলেছেন: সত্যি তাই । ভালো থাকবেন । ধন্যবাদ

৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

রাতুল_শাহ বলেছেন: সভ্যতা কি?

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৫

রুদ্র আতিক বলেছেন: Click This Link
কিছু ধারণা পেতে পারেন ! :P

৪| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

রাতুল_শাহ বলেছেন: উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিনঅনুসন্ধানে ঝাঁপ দিন
বর্তমানে এই পাতায় কোন লেখা নেই। আপনি চাইলে অন্য পাতায় শিরোনামটি অনুসন্ধান করতে পারেন, অথবা সম্পর্কিত লগ অনুসন্ধান করতে পারেন, কিন্তু আপনার এই পাতাটি তৈরী করার অনুমতি নেই।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

রুদ্র আতিক বলেছেন: :-/ :P =p~ :-B

৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সভ্যতা আবার সভ্য হউক এই কামনা করছি।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪১

রুদ্র আতিক বলেছেন: শুভ কামনা আপনার জন্যও । ভালো থাকুন । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.