নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

কঠিন হিসেব

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৬


ঘর কুনো ব্যাঙ বুঝবে কিবা গাঙের পানির স্বাদ,
বানের জলে ভাসলে কত ভাঙবে নদীর বাঁধ ?
কত কথায় স্বপ্ন ব্যথায় কাব্য বোনা যায়,
মনকে চেনার হিসেব কঠিন মানুষ চেনা দায় !

কত কলায় পূর্ণ যে হয় পূর্ণিমারই চাঁদ ?
খুব সহজে হয় কি পূরণ নারী মনের সাধ !
কত শত অশ্রু জলে দুঃখ ভোলা যায় ?
মানুষ চেনার হিসেব কঠিন মনকে কেনা দায় !

প্রাণের আয়ু কদিন বল কতই বা তার দম !
আর কত কাল পেরুলে তবে ঘুচবে মনের ভ্রম ?
সেসব হিসেব নেইকো জানা ভাসছ অজানায়,
মিথ্যে বলা অনেক সোজা সত্যি বলা দায় !

কত মেঘে বৃষ্টি নামে, জ্বলে শূন্যে কত তারা ?
সেসব হিসেব কষতে গেলে হবেই আত্মহারা ।
পরের দোষ না দেখে দ্যাখো নিজেরে আয়নায়,
মজলে রূপে হবেই তোমার গুনকে চেনা দায় !


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।

ছবি কৃতজ্ঞতাঃ গুগল

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ আপু

২| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

এম ডি মুসা বলেছেন: অভিনন্দন কবিতার জন্য, ছন্দ একটি সুর খুঁজে পেলাম

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২২

নেওয়াজ আলি বলেছেন: সুলিখিত ।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.