নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

স্বরূপ

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭




''আমি তারাদের সাথে নিভি পুনঃ জ্বলি
আমার আকুল রোদন মিনতি সকলই
ভাসে বাতাসে, ভোরের আকাশে দেয় জলাঞ্জলি ।

কত বিনিদ্র রজনী আমি করেছি যাপন
আপন ভুবনে কবিতা সম কথার বপন
করেছি কত, শত শত প্রাণে জাগাতে কাঁপন ।

কত দিন আমি ত্যাগিয়াছি গৃহ ঘর বাড়ি
আপনার সাথে আপনার করিতে ছাড়াছাড়ি
নানা পথে, নানা রথে তাই ঘুরে ফিরি ।

আমি আলেয়ার পিছে ঘুরেছি কত মিছে
আমার বোধন, হাসি আর কাঁদন বিরহ বিষে
পিষে একাকার, করে হাহাকার ভেঙে যাওয়া বিশ্বাসে ।

আমি ভাল বাসতে জানি, বাসাতে জানি
জানি তবু ভালবাসা নয় ইহা, স্বেচ্ছায় হয় মানি
করে কানাকানি আপন মনে এ ব্যথা বিদ্যার বীণাপাণি ।

আমি রচি গান দিয়ে মন প্রাণ
সুর ও ছন্দে বধিতে তাহার পাষাণ পরাণ
সন্ধান করিতে নূতন শব্দ সুর, পড়ে যাই কোরান-পুরান।

স্বভাবে কবি আমি, অভাবেও সাজি স্বভাবী
ব্যথা-বিষে নীলকণ্ঠ তবু মুখেতে ফোঁটাই হাসি
পোড়া বাঁশি ভালবাসি, আর ঐ দূর কলঙ্ক-শশী ।

বেভুল পথিক তাই বারেবারে পথ ভুলে যাই
নাই আশা নাই শক্তি তবু স্বপ্ন বুনে যাই
আশায় নিরাশায়, তারে কাছে পাই পেয়ে আবার হারাই । ''

………… ( অসমাপ্ত )

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

অজ্ঞ বালক বলেছেন: পুরান দিনের একটা ভাইব পাইলাম পইড়া। ভালোই হইসে।

২০ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩০

রুদ্র আতিক বলেছেন: বর্তমান শব্দটি উচ্চারনের পরপরই তা অতীত হয়ে যায় । অতীতের রোমন্থনই জীবন চলার পাথেয় । আর জীবনই কবিতা, কবিতায় কবির প্রতিচ্ছবি । অনুপ্রানিত হলাম, ধন্যবাদ ।

২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২০ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩২

রুদ্র আতিক বলেছেন: অনেক শান্তনা যে মন্দ শব্দটা ভাল হয়ে যায় নি । অনুপ্রানিত, ধন্যবাদ

৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৫

ঘরহীন বলেছেন: ভালো লিখেছেন

২০ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৪

রুদ্র আতিক বলেছেন: ধন্য ও অনুপ্রানিত । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.