নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মনে রাখার দায়

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৪


''কে কাহারে পৃথিবীতে মনে রাখে কয় দিন
কে বা হিসাব রাখে বল কার কাছে তার ঋণ !
দুপুর যেমন যায় গো ভুলে মধুরতম সকাল,
বিকেল ভোলে উদাস দুপুর সন্ধ্যে ভোলে বিকাল ।
সাঁঝের বেলার পিদিম নিভে রাত্রি গভীর হলে,
রাত্রি ঘুমায় অন্ধকারে তারার আলোক বোলে ।
ভোর বেলা কি মনে রাখে রাত্রি বেলার সব ?
কোন বিরহী মনে রাখে প্রণয় কালের স্তব !

চতুর্দশী চাঁদ ভুলে যায় উদয় কালের আকার,
কি প্রয়োজন অতীত দিনের কথা মনে রাখার !
পথ ভুলে যায় পথের পথিক, পথিক ভোলে পথ
তুমিও সখি যাও যে ভুলে প্রণয় তরী রথ ।
আমিও দেখো যাবই ভুলে মনে রাখার দায়
যাবই ফেলে গত কথা বিদায় বেলার নায় । ''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১১ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ছন্দ আছে কবিতায়

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত, ধন্যবাদ । আচ্ছা চাঁদগাজী ভাই, আপনি কি ট্রাক্টর নিয়ে চাঁদে যাবার চেষ্টা করেছিলেন ?

২| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছন্দময়--------

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮

রুদ্র আতিক বলেছেন: কবির মন্তব্য অকবির কবিতায় । অনুপ্রাণিত, ধন্যবাদ ।

৩| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০১

ওমেরা বলেছেন: মনে রাখলে শুধু কষ্ট বাড়বে, জীবনের ছন্দ হারাবে।
কবিতাটা সুন্দর হয়েছে ।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৪

রুদ্র আতিক বলেছেন: আচ্ছা ভুলে যাব । কবিতাটা সুন্দর হয়েছে যেনে অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ । আচ্ছা, ওমেরা এলপি গ্যাস কি আপনার কোম্পানির ?

৪| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত । ধন্যবাদ । আপনার নতুন জমকালো লেখা কবে পাব ?

৫| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক ।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৮

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত, ধন্যবাদ । আচ্ছা, বগুড়ার শাহ নেওয়াজ কি আপনার কোন পূর্ব পুরুষের নাম ?

৬| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:



না, আমি সামুতে ট্রাক্টর চালাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.