নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
অসংখ্য মৃত চোখ চেয়ে আছে
আমার দিকে
আমি স্বপ্নের মধ্যে শুনেছি
তাদের চিৎকার চেঁচামেচি ।
সমস্বরে তারা ধ্বনি প্রতিধ্বনি তুলে
প্রতিবাদ করে ওঠে
কণ্ঠে তাদের প্রতিবাদী গান- শ্লোগান
‘’ আমাদের অধিকার ফিরিয়ে দাও
লোভের গদি ছেড়ে দাও
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও!’’
তার পর দেখি আমিও শামিল
অগণিত সেই মৃত মানুষের মিছিলে
শ্লোগানে শ্লোগানে প্রতিবাদের বিস্ফোরণ
চোখে মুখে তোলে আলোড়ন ।
আমি চিৎকার করে উঠি ঘুমের মধ্যে,
মুঠো ফোনে এলার্ম বেজে ওঠে,
আমি দেখি লাল আলো জ্বেলে
নেভি ব্লু রঙের জিপে চড়ে সাইরেন বাজিয়ে আসছে
অসংখ্য দাঙ্গা পুলিশ
টিয়ার শেল ছোড়া হয় আমাদের দিকে
ছিটানো গরম পানির ফোঁটায় ফোস্কা পড়ে শরীরে ।
ধোঁয়ায় অন্ধকার দেখা আতঙ্কিত
মানুষ ছোটে দিগবিদিগ !
আমি নিপীড়িত মানুষের অধিকার
বুঝিয়ে দেবার প্রত্যয় নিয়েছি তুলে স্কন্ধে
আমিও আমার মত আরও অনেকের
সঙ্গে ইটকেল মারতে থাকি পুলিশের দিক ।
কণ্ঠ রোধ করে দিতে নির্বিচারে লাঠি চার্জ করা হয়
গুলি এসে বুকে লাগে হঠাৎ
ঘুম ভাঙে অকস্মাৎ !
আমি স্বপ্নের মধ্যেই জেগে যাই
আমি স্বপ্নের মধ্যে মৃত মানুষ হয়ে
পুনরায় মরে যাই !
এই জন্মে হাজার জনমে
বঞ্চিতরা যদি অধিকার বুঝে না পায়
ফের জন্মাবো মোরা হয়ে অকুতোভয় ।
এসো সাহসী এসো সাহসিকা,
দেখো মানব সত্ত্বার মৃত্যু নাই ।
এসো প্রতিবাদী সাহস করে একবার মরে যাই
ওরে অবিনশ্বর ভয় নাই
তোর আত্মার কোন বিনাশ নাই ।
কবিঃ রুদ্র আতিক, রায়গঞ্জ
রচনা কালঃ সকাল ০৭.১০ মিনিট
২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ
ছবিঃ যমুনা নদীতে ঐ দিন বিকেলে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৬
রুদ্র আতিক বলেছেন: সবাই ব্রিটিশদের ভাগ কর, শাসন কর নীতি ফলো করছে । বঞ্চিতদের কেউ একত্রিত হতেই দিচ্ছে না । অধিকার বুঝে নিতে চাইলে জোট বদ্ধ হওয়া জরুরি । ধন্যবাদ
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি ভাল লেগেছে। আরো লিখুন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৮
রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রানিত হলাম । চেষ্টা চলবে... ধন্যবাদ
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৯
রুদ্র আতিক বলেছেন: প্রকাশ যেন অসঙ্কোচ আর অনবদ্য হয়, এই শুভ কামনাই করবেন । ভাল থাকুন। ধন্যবাদ
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২
নেয়ামুল নাহিদ বলেছেন: প্রতিবাদী লেখা; ভালো লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৩
রুদ্র আতিক বলেছেন: সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কবি-কবিতা । এই প্রতিবাদের ঝড় উঠুক সর্বস্তরে । অনুপ্রানিত হলাম । ধন্যবাদ
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৫
রুদ্র আতিক বলেছেন: অনুভূতি জেনে ভাল লাগলো । অনুপ্রানিত, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কত আর বলব ফিরিয়ে দাও,এবার অধিকার আদায় করে নিতে হবে।