নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪


‘’বৃষ্টি মানে বদ্ধ কোনে বাধ্য হয়ে থাকা,
বৃষ্টি মানে উদাস মনে শীতল পরশ মাখা ।
বৃষ্টি এলেই মনে পড়ে অতীত দিনের গান,
বৃষ্টি এলেই মনটা করে ভীষণ আনচান ।
বৃষ্টি হলে মেঠো পথে চলতে লাগে কষ্ট,
বৃষ্টি যেন ভেতর বাহির সব করে দেয় নষ্ট !

বৃষ্টি মানে বাইরে থেকে বাড়ী ফেরার দেরি,
বৃষ্টি মানে মেঘ মেদুর আর বজ্র রাজার ভেরী ।
বৃষ্টি এলেই ইচ্ছে করে সখের খাওয়া দাওয়া,
বৃষ্টি এলেই হিসেব কষা সকল চাওয়া পাওয়া।
বৃষ্টি হলে সৃষ্টি হবে ইচ্ছে কবির কবিতা,
বৃষ্টি মনে ভাসিয়ে তোলে দুঃখ সুখের ছবিটা !

বৃষ্টি মানে অবকাশ আর একটু বিড়ম্বনা,
বৃষ্টি মানে বানের জলে ভাসার সম্ভাবনা ।
বৃষ্টি এলে ইচ্ছে করে গলা ছেড়ে গাই গান,
বৃষ্টি এলেই হয় উচাটন ভেতর বাহির প্রাণ।
বৃষ্টি হলে মনে পড়ে তোমার চোখের জল,
বৃষ্টি যেন তোমার চোখেই করতো টলমল !

বৃষ্টি মানে রৌদ্র ছায়ায় খেক শিয়েলের বিয়ে,
বৃষ্টি মানে পুতুল নাচন বৃষ্টি মাথায় নিয়ে ।
বৃষ্টি এলে ইচ্ছে জাগে তোমায় কাছে পেতে,
বৃষ্টি এলে ইচ্ছে করে মেঘের দেশে যেতে ।
বৃষ্টি হলে তাসের খেলায় মন দিতে চায় ডুব,
দৃষ্টি মনে কাব্য পড়ার ইচ্ছে জাগায় খুব !

বৃষ্টি আমার সৃষ্টি করার যোগায় নব প্রেরণা,
বৃষ্টি হলে দৃষ্টি কোনে ভুলি আপন বেদনা !‘’

কবিঃ রুদ্র আতিক, মুক্তাগাছা, ময়মনসিংহ
১৮ সেপ্টেম্বর ২০২০ ইং
৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ! খুব সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৩

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫

শোভন শামস বলেছেন: বৃষ্টি কাব্য, সুন্দর, লিখে যান

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৪

রুদ্র আতিক বলেছেন: মন্তব্য ও দিক নির্দেশনা । অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.