নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
আলোর চেয়ে অধিক বেগে চলতে পারে কোন ধন ?
মানিক রতন নয়কো সে, সে যে তোর পাগল মন ।
কেউ করে হৃদয় জ্ঞান, তারে কেউ বা করে আত্ম,
আত্মা থেকে আমির জনম, আমিই আমার আমিত্ব ।
অহংকার আর হিংসা ভরা সেই সে বিষবৃক্ষ !
লোভ আর আত্মপরতা আরও আছে ঔদ্ধত্য ।
জীবাত্মা, বিবেক আত্মা মানবাত্মায় বিরজমান,
মগজে না অন্তরে সেসব দিলেন অলখ নিরঞ্জন ।
তবু প্রভু প্রতিপক্ষ উদ্ধত সেই আমিত্বের,
বেদ বল, বাইবেল বল, এই শিক্ষা কোরানের ।
বড়াই করে বলি তবু আমিত্ব মোর অহংকার,
কেউ নেই না শপথ প্রেমের প্রকৃত পথ খুঁজিবার !
অহংকার সে দুর্বিনীত, দুর্দমনীয় ও ভ্রান্ত,
আত্মগৌরব সীমা বাড়াইতে, সে যে অবিশ্রান্ত
প্রবৃত্তি দ্বারা অধিকৃত জেনে নাও সে আমিত্ব
এই মায়াতে আচ্ছন্ন মানুষ, ইহাই মহা সত্য ।
রুদ্র কবি এসব কথা কয়না কভু অজ্ঞানে,
সজ্ঞানে দেখ এসব আছে ধর্ম কিবা বিজ্ঞানে ।
আমিই হলাম সবার সেরা আমিত্বেরই বিপদ,
চেতনা মনন মানবিক হলে দূর হবে সে আপদ ।
চেতনার নির্ঘণ্ট ঘাঁটলে পাবে আমিত্বেরই বোধ,
মরলে কভু গজায় না আর এমনি স্নায়ুর ক্রোধ !
করোটি তলে বসত তাহার অনুভূতিরই জনক,
কেউ বলে মগজ তারে কেউ করে জ্ঞান কনক ।
যাহার মাথা গোবর ভরা তারও থাকে আমিত্ব,
আমিত্ব যে সত্ত্বা সবার, সব মানুষেই ব্যাপ্ত।
আমিত্ব সদা প্রকাশ করে শুধুই আপন বড়ত্ব,
উদ্ধত আর অহংকারী ছাড় তব আমিত্ব ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ আপু, অনুপ্রানিত করবার জন্য ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত করবার জন্য ধন্যবাদ
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯
শোভন শামস বলেছেন: ভালো লাগলো
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনশৈলী,
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, সাথেই থাকুন, ধন্যবাদ
৫| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৫
নাসরিন ইসলাম বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাইয়া। সামু পরিবারের নতুন সদস্যের পক্ষ থেকে শুভকামনা জানবেন। আমার ব্লগে স্বাগত জানাচ্ছি।
০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, শুভ কামনা আপনার তরে । সময় পেলে অবশ্যই ঢুঁ মারব । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো