নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ হওয়া

০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০৫





ছাত্র হিসেবে ভালই ছিলাম, পড়তাম কেবল কম
শৈশব থেকেই পাসের পড়া, ভাল লাগেনি একদম !
অনেক কিছু পড়তাম যেমন গল্প, কাব্য, উপন্যাস
সিলেবাসের পড়াই কেবল জাগাত মনে ভীষণ ত্রাস ।
ক্লাসে সেদিন অমনোযোগ, বাইরে সে কি বৃষ্টি !
কি যে হল কিশোর মনে, ঘটলো অনাসৃষ্টি ।
মনটা আমার পাগলপারা থাকতো অহর্নিশ,
জানালা গলে বৃষ্টি দেখে, বাজাতে গেলাম শিস ।
সবচেয়ে ভাল ছাত্র যে জন মনোযোগী খুব,
হা করে স্যারের কথায় দিয়েছে যেন ডুব ।
সবচেয়ে বেশি দুষ্ট যে জন, সে দেখছে আমায়
রেগে গিয়ে স্যার সুধালেন, কে রে শিস বাজায় ?
মুখ ঘুরিয়ে আমি তখন ব্যস্ত বইয়ের পাতায়,
কাগজ ছুঁড়ে মারল কেউ যেন আমার মাথায় ।
আমরা সবাই নিরুত্তর, স্যার সুধালেন পুনর্বার,
কে বাজায় শিস বল, হতচ্ছাড়া বাঁদরের দল ?
সত্যি বলার সাহস ছিল, তবুও গেলাম চেপে
বাবার কথা মনে হলেই বুকটা উঠত কেঁপে ।
বাবার কানে তলেন যদি, এসব কথা স্যার
আর কি তবে রক্ষে আছে বাড়ী ফেরার পর ?
জীবনে আর বড় হবি নে, বলে দিলেন অভিশাপ
সেদিন থেকে হইনি বড়, নিয়ে অনাবিষ্ট সে পাপ !
বেঁটেখাটো মানুষ বলেই সবাই চেনে আমায়
লঘু পাপে গুরু দণ্ড, আমায় কেবল ভাবায় ।


বিদায় বেলার বিষের বীণ, স্কুল জীবনের শেষের দিন
গুরুর পায়ে পড়ি লুটে, যদি মেটে সে অগস্ত্য ঋণ !
জড়িয়ে ধরে মোদের সেদিন, কেঁদেছিলেন স্যার খুব
বলেছিলেন কান্না চেপে, চুপ কর ওরে চুপ !
তোদের কোন অপরাধ আমি রাখিনি কভু মনে,
দোয়া করি বিদ্যা শিখে, মানুষ হ জীবনে ।

মানুষ হবার স্বপ্ন নিয়ে কলেজে পদার্পণ,
অতীত স্মৃতি ভুলে গিয়ে করি নতুনেরে আপন ।
নতুন নতুন গল্প কথা, নতুন নতুন বন্ধু, প্রিয় স্বজন
নিত্য নব জীবন ধারা, নবতর ভোজন ।
কি যে হল হঠাৎ করে, ভাল লাগে না পড়া
ভাল লাগে থিয়েটার আর গান কবিতা ছড়া ।
বছর শেষে পাসের ঘরে জুটল কেবল শূন্য,
রেজাল্ট দেখে শিক্ষক পিতা হলেন মনঃক্ষুণ্ণ !
তবু তিনি সাহস দিলেন নতুন করে বাঁচার,
মানুষ হলে পড়তে হবে, বাণী শোনালেন আশার ।
নতুন করে শুরু তবু, মন বসে না বইয়ে
ঘুম আসে না রাত্রি বেলা একলা একা শুয়ে ।
কটি বছর গত হল, পরীক্ষার ফের ফল বেরুলো
বিশ্বাস হয়নি কারো তবু, রেজাল্ট হল অনেক ভাল ।

বিশ্ববিদ্যালয়ের বোধ চত্বর, চারুকলার ছাত্র,
এখানে এসে থিতু হলাম মাস ছয়েক মাত্র ।
একদিন আবার ইচ্ছে হোল, পড়বো আমি ইংরেজি
কে জানতো পড়ে শেষে হব রাষ্ট্র বিজ্ঞানী !
রাষ্ট্র নিয়ে পড়া শুরু, রাজনীতিরই খেলা
অন্য বিষয় দিলেন না আমায়, নাম্বার যদিও মেলা ।
কূটকৌশলের শিকার হয়ে রাষ্ট্র হোল পাঠ্য,
স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস রেজাল্ট, হোল শেষে আয়ত্ত ।

সুযোগ সন্ধানী অপবাদ একদিন জুটল ঘাড়ে আমার,
স্নাতক শেষেই দিয়েছিলেন প্রিয় মাসুদ ইকাবাল স্যার ।
সেই থেকে আজও আমি সুযোগের অপেক্ষায়,
সুযোগ খোঁজার আশায় আশায় জীবন চলে যায় !
অনেক খুঁজেও পাইনি সুযোগ, পাইনি ভাল চাকরি
তাল মেলাতে যুগের সাথে নিলাম আইসিটির ডিগ্রী ।
আমার মত আমি আছি, এখন প্রযুক্তি নিয়ে কাজ
সময় পেলে কবিতা লিখি, মাথায় পড়লে কাব্য বাজ ।
তবু নাকি হইনি মানুষ, বলেন বাবা যবে
ভাবি বসে আপন মনে, মানুষ হব কবে ?

কবি ও আবৃত্তিকারঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৮ অক্টোবর ২০২০ ইংরেজি
২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ
রাত্রিঃ ০১.০২ মিনিট ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৩

সাগর শরীফ বলেছেন: দারুণ !

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত হলাম, ধন্যবাদ

২| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৯

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত, ভালবাসা নিরন্তর । ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: দারুন দারুন মজার কাব্য ভাইয়া।


আমি বলি মানুষ তুমি বেশ হয়েছো বেশ!

মানুষ হওয়া এই জীবনে হয় না কারো শেষ!

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১১

রুদ্র আতিক বলেছেন: তাই তো বলি বাবা কেন অমন কথা বলে
মানুষ হওয়া শেষ হবে বোন জীবন ইতি হলে !

অনেক অনেক অনুপ্রানিত, ধন্যবাদ

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

এম ডি মুসা বলেছেন: চালিয়ে যান শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রানিত, শুভ কামনা আপনার জন্যও । ধন্যবাদ

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: হা হা জীবন শেষে কেনো হবে ভাইয়া!!!!!!!!!

ইউ আর অলরেডি মানুষ! :)

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৭

রুদ্র আতিক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু । অন্তত মানুষ বলার জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.