নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

এসো মোর দলে

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৬


‘’অন্ধকারের বুক চিড়ে ভোরের আলো ফুটবেই
যার যতটুকু প্রাপ্য ততটুকু সে পাবেই !
যখন শ্রমিকের অকৃত্রিম নিষ্ঠা শুষে নেয় বর্বর দালাল
তখন যে এসব বলে সেই তো বাচাল !

আজ আর মিছে প্রলোভন নয়,
ঘুরে দাঁড়াবার এখনি সময় !
গর্জে ওঠো বঞ্চিত চির শোষিত নিরীহ জন,
আপনার অধিকার বুঝিয়া নিতে ছাড়ো শোষক ভজন !
একবার জ্বলে উঠে দেখ, নাই আর জ্বালা নাই !
দুইবার কারো মৃত্যু নাহি, মরণ সে একবারই হয় ।
জয়-পরাজয়ের তুমি করোনা হিসাব-নিকাশ,
তব আত্মদানেই হোক তবে মানব বিকাশ ।

যদি নাই পারো, তবে এসো মোর দলে,
সকলে মিলিয়া রচিব পথ সদলবলে ।
আমার দলে আছে সেই সব চাষা,
দুবেলা দুমুঠো না খেয়ে যার কাঁদা আর হাসা !
আমার দলে আছে শোষিত সেই সব কলের শ্রমিক,
দিন রাত খেটে মরে পায়না যারা মুজুরি সঠিক !
আমাদের দলে আছে অচ্ছুৎ নিপীড়িত সেই সব জন
অত্যাচারীর অত্যাচারে যাহাদের হয় অকাল বোধন !

আমরা এক হয়ে যদি মিশে যাই কাতারে কাতার,
সংখ্যায় গুনে দেখ হব মোরা হাজারে হাজার ।
অসাম্যের বিভেদ ঘুছাব আমরা, আনিব শান্তি-সাম্য
অত্যাচারীর বিষ দাঁত ভেঙে করিব দূর চির বৈষম্য ! ‘’


কবি ও আবৃত্তিকারঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
অডিও ও ভিডিও সম্পাদনাঃ রুদ্র আতিক
রাত্রিঃ ০১.৫৮ মিনিট
২২ অক্টোবর ২০২০ ইং, ৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫

রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক ভালবাসা। অনুপ্রানিত ও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.