নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''ভালবাসি তোমায় আমি ঘৃণাও করি মনে
বহুল তব রূপকে হেরি ভাবে জনে জনে ।
কখনো তুমি মমতাময়ী কখনো পিশাচিনী
কখনো তুমি অচেনা ভারি কখনো ভাবি চিনি ।
প্রেমের সুধায় ভরিয়ে তোল সঙ্গী মনঃপ্রাণ
কখনো তুমি গাইতে শেখাও বেদনা বিধুর গান ।
কখনো তুমি উর্বশী এক রাজার কোন কন্যা
কখন যেন দুঃখে ভাসাও বিরহ রাগের বন্যা ।
কখনো তুমি কুটিল ভারি স্বার্থ লোভী মন
সেই তুমিই আবার প্রেমময়ি প্রেমে রাঙাও মন ।
কখনো তুমি দুখিনী এক জনম দুখী মাতা
তোমায় নিয়ে ইচ্ছে আমার কাব্যে ভরি পাতা ।
নারী তোমার রূপকে হেরি বেভুল হারুত-মারুত
ট্রয় নগরী ধ্বংস হোল ফুটল গোলা-বারুদ ।
তোমায় স্মরি গড়ল মহল মোগল শাজাহান
লাইলি প্রেমে মজনু রচে বিরহী উপাখ্যান ।
শিরির প্রেমে পাহাড় কাটে পাথর খোদাইকর
নারী তুমি বিরহ প্রেমের আসল চিত্রকর ।
কখনো তুমি ভগিনী আবার কখনো তুমি জায়া
কখনো তুমি একটুখানি চোখের কোনে মায়া ।
তোমার প্রেমেই সৃষ্ট জগত সৃষ্টি মানব সার
তোমার প্রেমে পড়ছি আমি শুধুই বারংবার ।।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
সময়ঃ রাত ০৩.২২ মিনিট
০৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ hu.pinterest.com
২| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
নারীকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১
আমার চিরকুট বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন।