নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
অধিকার তার ফিরিয়ে দেবার
হয়নি কি সময় বল ?
আপন অধিকার ঘোচাতে এবার
ত্যাজিবো যত জালিমের দল !
অধিকার নাহি মেলে কভু অতি অল্পে
অধিকার নহে শুধু কথা, গান, গল্পে !
অধিকার জেনো সে, হয় নিতে ছিনিয়ে,
অধিকার মেলে নাহি ইনিয়ে বিনিয়ে !
অধিকার দাও, অধিকার চাই
অধিকার কিষান আর মুজুরের ।
অধিকার চাই, অধিকার চাই
অধিকার নির্যাতিত সকল মানুষের !
নিষ্ফল আবেদন বন্ধ শ্লোগান,
ওহে বঞ্চিত এবার কাস্তে কর শান !
অধিকার গেলে তোর থাকে কি মান
ওহে নির্বোধ হোক তবে তোর জান কোরবান !
ভিরু কাপুরুষ হয়ে বসে আর লাভ কি ?
চেয়ে দ্যাখ দুয়ারে তোর মরণের পালকি !
জেগে ওঠ মরা প্রাণ বুঝে নিবি অধিকার,
পুঁজিপতি শোষকেরে করে দিবি ছারখার ।
জুলুমের জিঞ্জিরে বাজা তোর দামামা
খাপ খোলা শমসেরে অধিকার কামা,
নবীন যুগের ডাক, ছিনিয়ে নে অধিকার
আয় নতুন করে সাজাই বিশ্বের সংসার ।।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৬ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
রাত্রি ০২.৫৫ মিনিট ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.affinity.org.uk/
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৬
রুদ্র আতিক বলেছেন: দুঃখিত, আর একটু অনুসন্ধানী হয়ে দেখবেন আমার কবিতায়ও প্রেম আছে । এই যে মানুষের অধিকার এর দাবি নিয়ে কথা বলা, সে তো মানুষের প্রতি প্রেমের টানেই ! প্রেমের বহুরূপতা, গনিকার প্রেম গৌণ, কেবল নারী প্রেমের চিন্তা স্থুল । অনেক অনুপ্রানিত হলাম, মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: অতি মওরম একটি কবিতা পাঠ করলাম।
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯
রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রানিত হলাম যদিও 'মওরম' শব্দটির সাথে আমি অপরিচিত ! ধন্যবাদ
৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৯
রুদ্র আতিক বলেছেন: ভালবাসা ভাল লাগায় ! অনুপ্রানিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শ্রেনী সংগ্রামের কবিতা।পড়ে ভাল লাগলো।বর্তমানে বেশির ভাগ কবিতাই প্রেমের পেনপেনানী।পড়ে মনে হয় প্রেম ছাড়া তাদের আর কোন কাজ নাই।