নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কামার-কুমার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮




‘’বেলা শেষের আলোক যবে পড়বে আমার মুখে,
সে মুখ দেখে বুক যে তোমার উঠবে ভরে দুখে !
ভাববে তুমি ক্লান্ত দেহ বিষাদ মেখে আছে,
তাইতো মুখে আলো আঁধার অমন করে নাচে।

এমন করে ভাবো যদি, কেন মিছে পোড়াও !
নাটাই সুতোয় বেঁধে বল কেমন করে ওড়াও ?
সাত রাজার ধন মানিক রতন তুচ্ছ কর যবে,
আমি ভাবি মানিক রতন তোমায় দেব ভবে ।

ক্লান্তি মুছে এই যে পথিক চলছে কত পথ !
তুমিই তাহার আশার আলো তুমি সুজন রথ ।
পথের রথে চলব সাথে হোক মতের যত অমিল,
প্রেমের জ্বালে ফুটল যে জল খুঁজো তাহার মাঝে মিল ।

দুঃখ বিনে সুখ যদি পাও কতই তাহার মূল্য !
জগৎ মাঝে আর কিছু গো হয় কি প্রেমের তুল্য ?
সুখ পাখি ও, সুখ পাখি গো, এতই কেন চঞ্চল ?
ধরতে তব ফুরাল গো বসুন্ধরার অঞ্চল !

এপার ওপার কোন খানেতে পাবে অমন সুধা !
প্রেম বিনে গো আর কিছুতে মিটবে না যে ক্ষুধা ।
তাইতো আমি প্রেমের চাষা প্রেমে রচি কাব্য,
প্রেমে কষি জটিল গণিত, প্রেমে করি সভ্য ।

মনকে সেখাই প্রেমের কানুন, প্রেমে মহা মুক্তি,
ভালবেসে মুক্তো লুকায় সাগর জলের শুক্তি !
সাত সাগরের জলের সমান মনের সিন্ধু আমার
আমি সেথা প্রেমের কুমার আবার প্রেমের কামার ! ’’

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
রাত্রিঃ ০৩.০৮ মিনিট
২৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৯

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম দাদা ! ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ভালোইতো লিখেছেন, নিয়মিত লিখবেন আশা করি...

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১০

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.