নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
‘ভালোবাসা দিলে ভালোবাসা মেলে
এই বিশ্বাসে ভালোবেসে যাই ।
ভালোবেসে বেসে যদি অবশেষে,
কেবলই জ্বালা, যাতনা আর অবহেলা পাই ।
নাহি করি ভয়, মিছে ভাবার নাহি যে সময়,
সকলই যেন ভালোবাসাই, এ কথা তখন মনে দেই ঠাই ।
তাই করি ভাই আপন এ মনে যাহা লয়
জয় পরাজয়ের করিনা হিসেব, রাখিনা মনে কোন সংশয় ।
সঙ্কোচ- শরমেরে লাথি মারি কষে
মনে যা আসে রচি তাই বসে ।
তব আনন্দে খুঁজে নেব ভাই আমি আপনার সুখ
পরিমল পরিধানে তাই ঢেকে রাখি সদা ভাঙাচোরা বুক !
প্রেমের অসুখে ভুগে করি সুন্দরের সাধনা
প্রেমই ধ্যান, প্রেমই জ্ঞান, করি প্রেমেরই আরাধনা ।
প্রার্থনা আর আরতি আমার কেবলই মানুষ ভজন,
ভালোবাসি তাই মানুষেরে ভাই, মানুষই আমার আপন স্বজন ।
মানবের লাগি যার কাঁদে না পরাণ
সে তো মানুষ নহে, সেই তো পাষাণ ।
বিশ্ব জগৎ রচিলেন যিনি প্রেম বলে হয়ে বলিয়ান,
তার তরে রচি প্রেম দানি আপন পরাণ ।
তার কাছে শেখা প্রেম, যত প্রেম বাণী
এসবই বানাল প্রেমিক মোরে, প্রিয়ারে করিল রাণী ।
প্রেম নাহি হৃদয়ে যার, সে তো কাঙাল
মায়ের ভাষার প্রেম মোরে করেছে বাঙাল ।
আরো কত প্রেমে রোজ মনকে রাঙাই
প্রেম রূপের পুষ্পে আমি আপনার চির বাসর সাজাই ।
ভাবিনাকো মিছে বহু ভালোবেসে
এক ফোঁটা সুখও যদি জীবনে নাহি পাই !
তবু ভালোবাসা দিলে ভালোবাসা মেলে
এই বিশ্বাসে সদা ভালোবেসে যাই । ‘’
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ,
রাত্রিঃ ০৯.২৫ মিনিট ।
ছবি কৃতজ্ঞতাঃ psychologytoday.com
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবেসে হবে কথাটা
সুন্দর হয়েছে
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭
রুদ্র আতিক বলেছেন: ভালোবেসে শুধরে গেলাম, শুধরে দিলাম ! ধন্যবাদ
৩| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।