নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
উৎসর্গঃ সেই সব বন্ধুদের, অনেক চেষ্টা করেও অবকাশ হয় না যাদের সাথে দেখা করবার !
পিস্টনের উল্লাসে দ্রুত গামী রথ,
দ্রুত পোড়ে প্রাণ তার শেষ হয় পথ !
এই ভাবে যোগদান প্রতিদিন কর্মে
ব্যস্ত কাজে ভীষণ কিঞ্চিৎ ধর্মে ।
অবকাশ মেলে কম আড্ডাবাজির,
শেষ হতে এক কাজ অন্য হাজির !
এই নিয়ে অভিযোগে পরিবার পরিজন,
খোঁচা মেরে কথা কয় বন্ধু স্বজন ।
কদাচিৎ দর্শনে চির চেনা মুখ,
সেই ক্ষণে ভরে ওঠে ব্যাথাতুর বুক !
এক কাপ চা আর স্বল্প গল্প,
প্রেম সাথে মিশে রয় অভিমান অল্প ।
ঘরে ফিরে দায়ভার নাহি আলো জ্বালাবার,
গৃহিণীই জ্বেলে রাখে কাটাতে গৃহ আঁধার !
অভিমানে অভিমানী যেন বাক্রুদ্ধ,
হয়ে যায় বহু রাত হতে হতে শুদ্ধ ।
না ফুটিতে ঊষা ফের উঠে পড়ি রোজ,
প্রাত্যহিক কাজ সেরে করি মৃদু ভোজ !
পরিমল পরিধানে হয়ে পরিপাটি,
পিস্টনের উল্লাসে জীবিকা লক্ষ্যে হাঁটি ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ,
সকালঃ ০৬.৪০ মিনিট ।
ছবি সংগ্রহঃ বন্ধু #Delwar Hossain (Delwar)# এর ফেসবুক পোস্ট থেকে ।
১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৯
রুদ্র আতিক বলেছেন: হ্যাঁ, আছে , তবে কম । আশার কথা হল, অদূর ভবিষ্যতে এখানে শিল্প পার্ক গড়ে উঠবে, কার্যক্রম চলমান । অন্যান্য জেলার মানুষদের ন্যায় এখানকার মানুষ জনও নানা পেশায় যুক্ত । আমি নিজে একটা অখ্যাত শিল্প কারখানায় আইটি বিভাগে কর্মেরত । ধন্যবাদ
২| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
ছবিতে, গলায় মাস্কপরা-জনই কি আপনি?
১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৫
রুদ্র আতিক বলেছেন: না ভাই, এরা সবাই আমার সঙ্গে একই ক্লাসে পড়ত । কয়েক বছর পর পর দেখা সাক্ষাত হয়, কাকতালীয় !
ধন্যবাদ
৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: রোজনামচার ছন্দময় বিবরণ ভাল লেগেছে। +
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৯
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ভিডিও চ্যাট করবেন বন্ধুদের সাথে।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২০
রুদ্র আতিক বলেছেন: সময় কোথায়, সময় নষ্ট করবার ! ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
সিরাজগন্জে কি কলকারখানা আছে, মানুষের আয়ের সোর্স কি? আপনি নিজে কি করেন?