নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

আমিও পারি

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৭



তোমরা সবাই সেল্ফি তোল দেখাও কত ভেস্কি,
আমিও পারি সেল্ফি টেল্ফি, তুলতে পারি হেস্কি!
সাত মাসের শিশু আমি, হরেক রকম নাম!
তানভির আমি তাশরিক আমি হিসু করি কম!

আব্বু বলে দুষ্ট আমায়, চাচ্চু ডাকে বাবাই!
আম্মু ডাকে ট্যাটন বলে দাদা ডাকেন দাদু ভাই!
খাই দাই চিৎকার করি, দাদি বলে ঘুম আয়,
ঘুম থেকে জাগলে সবাই, ভরিয়ে তোলে চুমায়!

কথা আমার পেটে আসে, মুখে আসে কম
বড় আম্মু আমায় দেখে কাজে ফেলে দম!
সারা বাড়ি মাতিয়ে রাখতে একাই আমি একশ,
আমার অনেক কাণ্ড দেখে অনেকে বলে, দেখছো!

চাচ্চুর কানে এসব কথার বলেছিলাম সবটা,
চাচ্চু আমার এসব নিয়ে ফেললো লিখে কবিতা!




কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম আপু, ভুলমনা হলে যা হয় আর কি !

২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: বাহ!! সুন্দর।

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯

রুদ্র আতিক বলেছেন: অনেক ধন্যবাদ, নূর ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.