নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

যাপিত চক্র

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ২:০০




বাইরে ঝরে বৃষ্টি সাথে প্রবল হাওয়ার বেগ,
মনের ভেতর উথলে ওঠে ছন্দ সুরাবেগ ।
উছলে উঠে সুরের কবি,
ভাসে কাহার মুখচ্ছবি,
তারে নিয়ে স্বপ্ন বোনার হয় না কোন শেষ,
দূরে রেখে বন্ধ চোখে মিলবে কি আবেশ ?

মেঘে মেঘে অভিমানে গর্জে ওঠে দেয়া,
মনের মাঝে ভাসাই তবু রঙিন নেশার খেয়া ।
ছলছলিয়ে বাণীর বনে,
কথা ফোটে সঙ্গোপনে,
কথার বাণী কথার রাণী তোমায় ভাবি জানি,
আপন কথার চাইতে বেশি মনের কথা মানি ।

বদলে যাওয়া দিনের মতন আষাঢ় শেষে আসবে শ্রাবন,
হারিয়ে যদি যাই গো সখি তোমার চোখে নামবে প্লাবন ।
এসব কথার কানাকানি,
দুঃখ ব্যথার বীণাপাণি,
ভুলে গিয়ে সাজাই তবু তোমায় নিরন্তর,
মনের সাথে দিলাম লিখে ভেনিস বন্দর !

ভাদ্রে যদি বর্ষে আবার অমন শ্রাবন ধারা,
আশ্বিনেতে পুষিয়ে দেব করবো তন্দ্রা হারা !
গোপন কথা থাকুক মনে,
নাইবা জানুক জনে জনে,
কার্তিকেরই নবান্নতে সাজবো মোরা নুতন সাজে,
যদিও মোরা ব্যস্ত ভীষণ থাকবো দুজন নতুন কাজে ।

ফসল ভরা মাঠের সুখে আসবে যখন অঘ্রাণ,
পৌষ মাঘের শীতের পিঠায় জুড়িয়ে যাবে প্রাণ ।
লাগবে মনে আগুন,
আসবে আবার ফাগুন,
চৈতালি মাঠ চৈত্র মাসে হয়ে যাবে চৌচির,
বোশেখ মাসে ফুটবে যে ফুল বনের বৈঁচির ।

জ্যৈষ্ঠ মাসের ঝড়ের দিনে থাকতে নারি তোমায় বিনে,
আসবে আষাঢ় আবার, জড়াতে তোমায় প্রেমের ঋণে ।
এমনি ভাবে দিন,
কাটবে অমলিন,
ছয় ঋতুতেই ভালবাসার রঙিন বাতি ঘর,
আমরা দুজন আপন ভীষণ শুনেছি পরস্পর !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৫ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ২:৩৫

অক্পটে বলেছেন: খুব ভালো লাগল। মনের ভাবনাগুলোর এত মিল দেখে আরো ভাল লাগল।

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:৫১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

২| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৬

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ আপু অনুপ্রাণিত করবার ও সাথ থাকবার জন্য ! ভালো থাকুন...

৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৭

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ আপু !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.