নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

জীবন যাপন

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২৬


অনন্ত অগস্ত্য জীবন যাত্রায়,
কত কিছু পায় পেয়ে আবার হারায়।
পাওয়া আর না পাওয়া জীবনের খেলা
খেলা শেষে ফুরাবে জীবন বেলা!

কত রঙে রাঙানো জীবনের পাতা
তবু কভু মনে হয় শুন্য সে খাতা।
মনে মনে জমে বহু যাপিত ক্লেশ
জমে থাকে গহিনে ব্যাপিত শ্লেষ!

হাসি গান অভিমান জীবনের কান্না
সব সয়ে বয়ে যায় ব্যাপনের বন্যা।
বয়ে যায় দিন মান নিশি সব যতো
শব যাত্রায় তব মেটে কি ক্ষত?

কি ছিলো ব্রত তব ছিলো কি বা সাধ
জীবন দুয়ারে মরন পেতেছিলো ফাঁদ!
ব্রত সাধ জীবনের হলো না পূরণ
শেষ কালে বেদনার স্তরিত স্ফূরণ।

হায় হায় ওঠে রব অথর্ব সে স্বরে
অপূর্ণতা ভিড় করে জীবনের ঘরে।
এ কাব্য প্রতি ক্ষণ যাপিত যাপনের
এ গান প্রতিটা জীবনের মরনের!

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
রাত্রি ১০.২১ মিনিট।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.kishoreganj.gov.bd

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১০

ঝুমুর জারোফা বলেছেন: ভালো লাগলো সকাল সকাল জীবন যাএা পড়ে

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

২| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.