নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
হাটখোলা নদী পথ ধান ক্ষেত ছাড়ি
কিছু দূর গেলে পাবে আমাদের বাড়ি ।
বারিধারা শ্রাবণেতে ঝরে ঝরঝর,
বৈশাখ ঝড়ে ঘর করে নড়বর ।
আষাঢ়ের মেঘে শুনি গুরু গুরু ডাক,
মেঠো পথে রাতে শুনি শেয়ালের হাঁক ।
ভাদ্রের বর্ষণে কাদা মাখা পথে
টিপে টিপে পথ চলি পদব্রজ রথে ।
আমাদের গ্রামে আছে ইছামতি নদী
বারোমাস বয়ে চলে একা নিরবধি ।
দিন ভর ডুব সাঁতার নরনারী শত,
এপার ওপার করে কিশোর কিশোরী যত ।
কনে দেখা আলো ঝরে গোধূলি বেলা,
সোনা রঙ নদী জলে করে যে খেলা ।
নদী তীরে বসে মনে ভাসে কার ছবি,
মনে মনে কি কথা কয় কথার কবি ?
সবুজের সমারোহ গ্রামখানি ঘিরে,
সন্ধ্যায় পাখিরা ফিরে আসে নীড়ে ।
ঘুম থেকে জেগে উঠি পাখির ডাকে
চাঁদ দেয় পাহারা একা নিশি জাগে ।
কাদা মাখা রাস্তা চিরকালের দুঃখ,
চেয়ারম্যান মেব্বরের পেট ভরা মুখ্য ।
নতুন বছর আসে এসে চলে যায়
চাষাদের গ্রামখানি তেমনই রয় ।
হিন্দু আর মুসলিমে বসবাস হেথা,
ভেদাভেদ ভুলে থাকি আমরা সেথা ।
বঞ্চিত চিরকাল আমাদের গ্রাম,
আল্লাহ্ ভরসা মোদের হিন্দুর রাম !
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ ।
Click: Tanjeeb Ahsan
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৪
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, নিমন্ত্রণ রইল.।.।.।
২| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০১
নূর আলম হিরণ বলেছেন: সুন্দর।
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৩
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ! কিন্তু কি সুন্দর ? কবি না কবিতা ?
৩| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪২
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।
কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাই।
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩০
রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ সাথে থাকবার জন্য ।
৪| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২১
হাবিব বলেছেন: সুন্দর পদ্য
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৫| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কবিতা
২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৬
রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ
৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৫৫
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
গ্রামের মানুষদের পছন্দ হয়?