নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

একজন আবু নাসের

১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫


দীর্ঘ দিনের সহপাঠী বন্ধু আবু নাসের,
জীবন যার চূর্ণ হোল পাত্র সম কাঁচের !
যার কথা মনে হলে ব্যথা করে বুক,
এই জনমে নাই কি তার এতটুকু সুখ !

আমাদের কৈশোরের বন্ধু আবু নাসের
জীবন যার নষ্ট হোল ভাঙল ঘর তাসের !
ইস্কুলে পড়াশোনা একই সাথে মোদের,
সাথী হয়ে যাওয়া আসা বৃষ্টি কিবা রোদের ।
সেই স্মৃতি এতদিনে মনে আসে অল্প
বললে সেসব ভাববে সবাই এসব বুঝি গল্প !

গল্প হলেও সত্যি তবু সত্য বড় কষ্টের,
রাষ্ট্র আর সমাজ যেন গোড়া হোল নষ্টের !
যে শিক্ষা পারেনা দিতে নিশ্চিত জীবিকার,
কবির মাথা পায়না ভেবে তার কি দরকার ।
মেধাবী না হলেও কভু ফেল করেনি নাসের,
পড়তো সে অনেক কিছুই পড়তো পড়া পাশের ।

বিদ্যায়তন বদলে গেল কৈশোরের শেষে,
কেউবা গেল হোস্টেলে আর কেউবা গেল মেসে ।
অভাবের টানাপোড়েন নাসের থাকলো বাড়ীতে,
কলেজ যেত হেঁটে কিংবা অন্য কারো গাড়িতে ।
দুয়েক খানা টিউশানি মেলা খুব কষ্ট,
তাই দিয়ে সবকিছু তাই নিয়ে ত্রস্ত !

কলেজ শেষে ডিগ্রি পাশের অনেক বেশি দরকার,
কি দিয়ে পড়বে নাসের চলছে না আর সংসার !
অসুস্থ বৃদ্ধ পিতার পড়াশোনায় নেই ভক্তি,
পড়বে নাসের তাইতো চায় প্রভুর কাছে শক্তি ।
অদম্য ইচ্ছে নিয়ে করে যায় অক্লান্ত পরিশ্রম
ভাবে শেষে চাকরি হলেই ঘুচবে বাবার এমন ভ্রম !

দেলোয়ার, ইয়াসিন, শিহাব, সুমন
রঞ্জু, রাশেদ, ওয়াদুদ, রতন-
সবার মতন সাঙ্গ যখন শিক্ষাকালের পাট,
নতুন চিন্তার ভিড়ল তরী জীবন নামের ঘাট !
হন্যে হয়ে চাকরি খোঁজা আশা নিয়ে বুকে,
এমনি করেই অনেকটা কাল কাটল ধুকে ধুকে ।

সহপাঠী বন্ধু স্বজন অনেক লোকের সাথে,
হরহামেশাই হচ্ছে দেখা নানান পথে ঘাটে ।
অনেকে করে সরকারি কাজ অনেকে বেসরকারি,
তাদের কাছে জানায় নাসের চাকরি দরকারি !
টিউশনির মাইনের টাকা আবেদনেই শেষ,
ভাবতে ভাবতে অকালে তার পাকলো মাথার কেশ ।

অনেক রোগে শোকে ভুগে হঠাৎ মরল পিতা
ত্রিশ বছর পেরিয়ে গেলে জ্বলল বুকে চিতা !
সরকারি চাকরি পাবার আশা তার শেষ,
এখন যেকোনো কর্ম হলেই চলবে তার বেশ ।
ঋণে ঋণে জর্জরিত জীবন নামের আগল,
এমনি করেই আবু নাসের হয়ে গেল পাগল !

একজন আবু নাসের পাগল হোল কেন ?
সেই উত্তর নেইকো জানা তোমরা কি জানো !
দেখা হলেই বুকে জড়িয়ে রাখতো খানিকক্ষণ,
সেই নাসের এখন কয়না কথা কেন নিরঞ্জন !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ ।
ছবিঃ Metaphor from Internet.

পুনশ্চঃ আমার দীর্ঘ দিনের সহপাঠী, বন্ধু আবু নাসের । আমরা এক সাথে এসএসসি পাশ করেছিলাম সেই নব্বইয়ের দশকের শেষে । আমাদের শিক্ষা, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যাকে বানিয়ে দিয়েছে উন্মাদ, বদ্ধ উন্মাদ । আমার এই বন্ধুটির জন্য দোয়া করবেন সবাই । প্রত্যাশা করি আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটুক যথা শীঘ্র ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুক।আমীন।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৮

রুদ্র আতিক বলেছেন: ওস্তাদ, আপনি কোথা থেকে ? আপনি কি এখন মহাকাশ নিয়ে নতুন কোন গবেষণা করছেন ?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪০

অধীতি বলেছেন: বন্ধু সুস্থ হোক।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৬

রুদ্র আতিক বলেছেন: ভালবাসা অবিরাম ! ধন্যবাদ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৪

জগতারন বলেছেন:
আপনার সহপাঠী সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক কামনা করি।
আপনিই আপনার বন্ধুর সুচিকিৎসা করার সূচনা করতে পারেন ইচ্ছা করলে।

আমাদের শিক্ষা, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যাকে বানিয়ে দিয়েছে উন্মাদ, বদ্ধ উন্মাদ
অন্যের উপর দোষারোপ নিজেই আরম্ভ করুন। প্রয়োজনে অন্যান্যদের কাছে সাহঅ্যা্য-এর জন্য (ভিক্ষা ও)
আবেদন করুন। আপনি উদ্যোগ নিলেই কাজটি আরম্ভ হলো, বন্ধুটিও সুস্থ হওয়া তখন মাত্র সময়ের ব্যাপার।

(আপনার এ কবিতা পড়ে আমার স্মরনে আসলো;
আমার ও একজন হিন্দু সহপাঠী বন্ধু, হাইস্কুলে যার সাথে একসাথে পড়েছিলাম।
সেও এঅর্থ কষ্টে, অনাহারে, সুযোগ সুবিধার অভাবে অকালে পাগোল হয়য়ে রাস্তায় রাস্তায় ঘুরে অকালে পরকালে গিয়েছিল।
আমি তেমন কিছুই করতে পারি নি। অনেকটা প্রবাসী হওয়ার কারনে।)

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২০

রুদ্র আতিক বলেছেন: সুপরামর্শ পেয়ে ধন্য হলাম ! কিন্তু সমস্যা হোল, আমাদের সমাজ এমনি ঘুনে ধরা যে, কেউ উদ্যোগী হয়ে এগিয়ে গেলেও ভাববে, এখানে তার স্বার্থ-লাভ আছে ! তবুও, একটা উদ্যোগ নেওয়া জরুরী ! ধন্যবাদ

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আহারে - আপনি যেভাবে আপনার বন্ধুর জন্য ফিল করছেন সেভাবে যদি রাষ্ট্র ও সমাজ ফিল করতো তাহলে আপনার বন্ধুর এই অবস্থা কোনোদিনই হতো না ! আপনার বন্ধু সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদেরকে অনেক বেশী কর্মসংস্থান বাড়াতে হবে, তেমন মেধাবী লোক তৈরী করা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেজন্য হতাশায় অনেকেই পাগল হয়।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২

তারেক ফাহিম বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ ডিগ্রীধারী নাসের আছেন। যাদের সাথে রাষ্ট্র তামাশা করছেন!

৭| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার সংবেদনশীলতায় স্পর্শিত হ'লাম!
আবু নাসেরের আশু আরোগ্য প্রার্থনা করছি। কবির জন্য শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.