নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
রণিত হোক মোর কবিতায়,
"বীর শহীদের নাম।
খুলুক সবার এই কবিতায়,
স্বপ্ন রঙিন খাম।
গর্জে উঠুক এই কবিতায়,
প্রতিবাদের গান।
কেঁদে উঠুক মোর কবিতায়,
দগ্ধ জনের প্রাণ।
আছড়ে পড়ুক মোর কবিতায়,
সকল অভিমান।
দূর হয়ে যাক এই কবিতায়,
ব্যথা, ব্যবধান।
কাব্যে আমার প্রাণের ভাষায়,
উঠুক জ্বলে রবি।
বাংলা ভাষায় পড়ুক সবাই,
নিখিল রুপের ছবি।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৪ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ ।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২০
ইসিয়াক বলেছেন: সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় কবি দা
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ছন্দ আর শব্দ পেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
খায়রুল আহসান বলেছেন: সকল মন্তব্যকারীর মন্তব্যের উত্তরে একই প্রতিমন্তব্য কপি-পেস্ট করে দেয়ার চাইতে কোন উত্তর না দেয়াই উত্তম।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। তাই হোক, তবে তাই হোক!
আরও সুন্দর আপনার পরিচিতিমূলক কথাগুলো। প্রথম তিনটি বাক্যের সাথে আমি একমত।
কবিতায় ভাললাগা। + +