নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
'হে উদাসী, উদিচি পবন বক্ষে ধরি
গাইছ সে কোন গীতি?
কত গান আমি সাধিলাম হায়,
সৃজিতে তোমার স্বপ্ন মুরতি!
জ্বলে ওঠে আকাশের নীলিমা পরে,
অযুত নক্ষত্র সাথে একাকিনী চাঁদ!
মৌন স্বপ্ন থাকে চাপা পড়ে,
উর্মি এসে গিলে খায় বালির সে বাঁধ।
ভিখারির প্রাসাদ, সেথা নাই মানিক রতন!
প্রেম ছাড়া কিছু সে করেনা যতন।
পড়ে যায় শাখা ছিঁড়ে পাখির নষ্ট নীড়
পুনরায় গড়ে হায় হয়ে ব্যাকুল অধীর!
সেদিনের সে রাতে বেদনার আঁখি পাতে
নিদারুণ অকরুণ গরল মদির!
সাধনার সঙ্গাতে শব্দের সংঘাতে,
ভালবাসা হয়ে গেছে সরল বধির!
অমানিশা শেষে ঊষা-রবি ওঠে হেঁসে
দুই আঁখি জ্বালা করে নবীন আলোয় !
হাসি কান্নার উৎসবে অভিমান যায় ভেসে
প্রেমে পুনঃ ভরে উঠে সাগর দ্বীপ মালয় !
জীবনের যবনিকা সেতো হবেই হবে,
তাই ভেবে ভয়ে ভিরু হয় কি সবে ?
অনিবার্য জেনেছি বলেই প্রেম সাধি মননে
তাই গান রচে যাই প্রেম সুধা জননে । '
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ,
রাত্রিঃ ১২.২০ মিনিট ।
২| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:০১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর। কবিতায় আপনার ছবি না দিলে পোষ্ট আরও মাণ সম্মত হবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।