নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

জীবনের পথে

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৮


'তোমাকে পাব বলে মেঘের ভেলায় চড়ে
কতদিন আমি উড়ে গেছি তেপান্তরে!
বৃষ্টি হয়ে ঝরেছি শত,
কান্না হাসির অবিরত
কোলাহল ছাড়ি,
বিজন নগরে একাকী দিয়েছি পাড়ি !

সেই সব রাখে নাই মনে পৃথিবীর ইতিহাস,
মানুষের মনে দিনে দিনে বেড়েছে অবিশ্বাস!
মানুষের আদিম কামুকতা শরীরের লোভ
ক্ষোভ, হিংসে আর অহংকার -
পিশাচ করেছে তাকে হয়েছে দুর্নিবার ।
অন্ধকার ঘোর অমানিশার অন্তরালে
ব্যাধি ও ব্যাভিচার বাসা বাঁধে !

জীবনের পথে পথে আনন্দ বেদন রথে
শত স্মৃতি শত পরিহাস,
প্রেরণা দিয়েছে পুনঃ বাঁচিবার, জুগিয়ে সাহস !
জীবনের পথ সে তো বন্ধুর মানি,
সে পথে সাজায়েছি তোমাকে রাণী ।
বাণী দিয়ে রচা পথে কথার মালা
অবহেলা করে কেউ, কারো মনে ধরায় জ্বালা ।

তোমাকে পেয়েছি বলে বিষাদ গিয়েছে চলে
ভালবাসার চাষাবাদে আমি রোজ চাষা।
এই বেশ ভালো আছি কবিতার কাছাকাছি
ভালবেসে দুজনার কাঁদা আর হাসা।'

কবি: রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৮

শায়মা বলেছেন: বাহ! সুন্দর কাব্য!

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৩

রুদ্র আতিক বলেছেন: চমৎকৃত এবং অনুপ্রাণিত ! ধন্যবাদ

২| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৩| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.