নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন সাধু

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০


‘স্বপ্ন ছিল স্বপ্ন গুলো সত্যি হয়ে ফলবে,
পাহাড় সম ব্যথার পাথর বরফ হয়ে গলবে!
উবে গেল স্বপ্ন সাধু ভঙ্গ করে রঙ্গ,
ব্যাথার বিষে নীল হোল তাই সাধুর সারা অঙ্গ!

স্বপ্ন সাধু দেখতো স্বপন দিন দুপুর আর রাত্রে,
ঘুরতো সদা আপন মনে মিশতো নানা পাত্রে ।
গাত্র দাহ বেড়েই যেত নষ্ট হলে সংগতি,
মাঝে মাঝে কি যে হতো ধরতো তারে ভীমরতি!

সব কিছুতে ভালোই সাধু লক্ষ্যে কেবল গোলমেলে,
তাল লাগালে দেখতো সাধু কেমন যেন তিল ফলে!
চেষ্টা সাধুর মানব জনম সুখী স্বর্গ মর্তে,
অসূয়ক লোক বলছে সদা সাধু গেল বর্তে ।

ক্রমে ক্রমে পিত্ত জ্বলে এসব দেখে নিত্য,
মানুষ হয়ে কেমন করে পোড়ায় মানব চিত্ত!
সাধু এখন স্বল্পভাষী শোনেন পরের গল্প,
অনেক কথায় ব্যস্ত সাধুর সময় বড় অল্প।‘

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।
ছবিঃ https://www.shutterstock.com/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.